অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি ৭৫০০! সরকারি কর্মীদের জন্য দারুণ খবর! DA নিয়ে বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলির আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর পেয়েছেন। ৩% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর পর বর্তমানে ৫৩% হারে ডিএ পাচ্ছেন সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কর্মীরা। এদিকে বছর শেষ হওয়ার আগে ফের একবার ডিএ (DA) বৃদ্ধির জল্পনা মাথাচাড়া দিয়েছে। কবে ‘সুখবর’ দেবে কেন্দ্র? এবার কত শতাংশ হারে বাড়ানো হবে? এমনই নানান জল্পনা কল্পনা চলছে।

সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে নয়া আপডেট!

এমনিতে সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রথম দফা জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয় দফা জুলাই থেকে ডিসেম্বর অবধি কার্যকর হয়। এআইসিপিআই সূচকের ওপর ভিত্তি করে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির হার নির্ধারণ করে সরকার। অক্টোবর মাসে কেন্দ্রের তরফ থেকে ৩% হারে ডিএ বাড়ানো হয়েছিল। নতুন বছরে কত শতাংশ বৃদ্ধি করা হয়, এখন সেটা নিয়ে নানান চর্চা চলছে।

রিপোর্ট বলছে, অক্টোবর মাস অবধি এআইসিপিআই সূচক ১৪৪.৫ অঙ্ক অবধি পৌঁছেছে। এর ফলে ৫৫.০৫% অবধি ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করা হতে পারে বলে খবর। তবে মনে করা হচ্ছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে এই সূচক ১৪৫.৩ পয়েন্ট অবধি পৌঁছে যেতে পারে। ফলে ২০২৫ সালের জানুয়ারি মাসে ৫৬% হারে ডিএ বৃদ্ধি করতে পারে সরকার।

আরও পড়ুনঃ বছর শেষে ওলটপালট! TRP-তে ছক্কা হাঁকাল গীতা-জগদ্ধাত্রী! বেঙ্গল টপারের নাম দেখলে মাথা ঘুরে যাবে

এদিকে যদি আগামী মাসে ৩% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র, ফলে ১৮,০০০ টাকা মূল বেতন পাওয়া একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর (Government Employees) মোট বেতন ৫৪০ টাকা বৃদ্ধি পাবে। অন্যদিকে ৯০০০ টাকা পেনশন পাওয়া একজন পেনশনভোগী অতিরিক্ত ২৭০ টাকা পাবেন। রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে।

Dearness Allowance

উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) নূন্যতম বেতন ১৮,০০০ টাকা ও নূন্যতম পেনশন ৯০০০ টাকা এবং সর্বাধিক বেতন ২,৫০,০০০ টাকা ও সর্বাধিক পেনশন ১,২৫,০০০ টাকা। এবার কেন্দ্রের তরফ থেকে ৩% হারে ডিএ বৃদ্ধি করা হলে ২,৫০,০০০ টাকা বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মী বাড়তি ৭৫০০ টাকা এবং ১,২৫,০০০ টাকা পেনশন পাওয়া পেনশনভোগী বাড়তি ৩৭৫০ টাকা পাবেন বলে খবর।

এদিকে ডিএ (Dearness Allowance) ছাড়াও আগামী বছর অষ্টম বেতন কমিশনের ঘোষণার আশাতেও বুক বেঁধেছিলেন বহু সরকারি কর্মী। যদিও সম্প্রতি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, সরকার আপাতত এই বিষয়ে কোনও বিবেচনা করছে না। ফলে আগামী বছর নয়া বেতন কমিশন সংক্রান্ত কোনও ঘোষণা করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর