জেলেই দমিয়ে রাখার ফন্দি, বাংলাদেশের উচ্চ আদালতেও জামিনের আশা ক্ষীণ চিন্ময় কৃষ্ণের?

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরেও জামিন অধরা রইল চিন্ময় কৃষ্ণ দাসের। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়ার পর চট্টগ্রাম (Bangladesh) আদালতে একাধিক বার পিছিয়ে দেওয়া চিন্ময় প্রভুর শুনানি। আঘাত নেমে এসেছে তাঁর আইনজীবীদের উপরে। শেষমেষ নতুন বছরের শুরুতে শুনানি হলেও মেলেনি জামিন। এবার উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাতেও কি মিলবে সুবিচার?

বাংলাদেশের (Bangladesh) উচ্চ আদালতে চিন্ময় কৃষ্ণের মামলা

নিম্ন আদালতে জামিন খারিজ হওয়ার পর ঢাকা হাইকোর্টে আবেদন জানান চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা। আগামী ২০ শে জানুয়ারি উচ্চ আদালতে রয়েছে এই মামলার শুনানি। কিন্তু নিম্ন আদালতের রায়ে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গেলেও আদৌ কি ন্যায়বিচার পাবেন ইসকন সন্ন্যাসী? এই প্রশ্নটাই ঘুরেফিরে আসছে বারবার।

Will chinmoy krishna das get justice in Bangladesh dhaka high court

চট্টগ্রাম আদালতে তোলা হয় চিন্ময় কৃষ্ণকে: গত বছরের ২৫ শে নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন ইসকন সন্ন্যাসী তথা সম্মিলিত হিন্দু জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশের (Bangladesh) জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ জানিয়ে ২৬ শে নভেম্বর চট্টগ্রাম আদালতে তোলা হয় তাঁকে। কিন্তু ওয়াকিবহাল মহলের দাবি, আসলে হিন্দু নির্যাতনের প্রতিবাদী মুখ হয়ে ওঠাতেই গরাদের পেছনে চিন্ময় কৃষ্ণকে আটকে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh) সরকার।

আরো পড়ুন : ইউনূসের আসন টলমল, এই মাসেই নির্বাচন বাংলাদেশে! হালে পানি পাবে হাসিনার দল?

আক্রান্ত হয়েছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা: আর সেই কারণেই বারংবার আক্রমণ নেমে এসেছে চিন্ময় কৃষ্ণ দাসের (Bangladesh) আইনজীবীদের উপরে। তাঁদের মধ্যে একজনের পরিস্থিতি এতটাই গুরুতর যে দীর্ঘদিন ধরে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এমনকি চিন্ময় কৃষ্ণের আইনি অধিকার যাতে খর্ব না হয় তার জন্য বারংবার দাবি উঠলেও তাঁর জামিন খারিজ হয়ে যাওয়াতে সিঁদুরে মেঘ দেখছেন ওয়াকিবহাল মহল।

আরো পড়ুন : একসঙ্গে দুই নায়িকার সঙ্গে রোম্যান্স! আরেফিনের কামব্যাক সিরিয়ালে জুড়লেন জি এর জনপ্রিয় অভিনেত্রী

চট্টগ্রাম আদালতে জামিন খারিজের পর উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা। আবেদনও জানানো হয়েছে ঢাকা হাইকোর্টে। কিন্তু আগামী ২০ তারিখ কী অপেক্ষা করছে চিন্ময় কৃষ্ণের ভাগ্যে? আদৌ তাঁকে জেলের বাইরে বেরোতে দেবে বাংলাদেশ সরকার? আশঙ্কায় দিন গুনছেন সকলে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর