বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই IPL-এর ফ্র্যাঞ্চাইজিগুলির উদ্দেশ্যে রিটেনশন সম্পর্কিত নিয়ম প্রকাশ করা হয়েছে। তারপর থেকেই দলগুলি কোন কোন খেলোয়াড়কে ধরে রাখবে এবং কাদের রিলিজ করবে সেই বিষয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। পাশাপাশি, এই সম্পর্কিত সমস্ত তথ্যের ওপর নজর রাখছেন ক্রিকেট অনুরাগীরাও। ঠিক এই আবহেই ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)।
ধোনির (MS Dhoni) প্রসঙ্গে সামনে এল বড় আপডেট:
জানিয়ে রাখি যে, এবার BCCI-এর তরফে আনক্যাপড ক্যাটাগরির একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। আর তারপর থেকেই ধোনিকে (MS Dhoni) ধরে রাখার সম্ভাবনার বিষয়টি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনুরাগীরাও চাইছেন চেন্নাই হয়তো ধোনিকে ধরে রাখবেন। উল্লেখ্য যে, ধোনি IPL-এর প্রথম মরশুম থেকে একটানা খেলছেন। যদিও. গত কয়েক মরশুম ধরে তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল।
CSK TO TALK WITH MS DHONI IN COMING WEEK FOR IPL 2025.
CSK CEO said “We are not sure at this stage, we might not even use it for MS Dhoni (talking about uncapped) – it’s still too early to comment on this because we haven’t had a discussion with him”. [Sahil Malhotra from TOI] pic.twitter.com/rvPZ9ddT24
— Johns. (@CricCrazyJohns) October 1, 2024
তবে, IPL ২০২৫-এ ধোনির (MS Dhoni) খেলার সম্ভাবনা এবার বেড়েছে। এর কারণ হল BCCI একটি নতুন নিয়ম লাগু করেছে। যার অধীনে গত পাঁচ বছরে একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেন নি এমন খেলোয়াড়দের আনক্যাপড বলে গণ্য করা হবে। এই কারণে, ধোনিও এখন আনক্যাপড ক্যাটাগরিতে এসেছেন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে টাটার অনুরাগী! এই দেশের সেনাবাহিনীর জন্য তৈরি করবে আর্মর্ড ভেহিক্যালস
ধোনি সম্পর্কে এখনও কোনও আলোচনা হয়নি: এদিকে, চেন্নাই সুপার কিংসের সিইও এমএস ধোনিকে (MS Dhoni) নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, তিনি বলেন, “এই মুহূর্তে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি। আমরা ধোনির জন্য আনক্যাপড ক্যাটাগরি ব্যবহার করতে নাও পারি। এই মুহূর্তে এই বিষয়ে মন্তব্য করা খুব তাড়াতাড়ি হয়ে হবে। কারণ আমরা তাঁর সঙ্গে এই বিষয়ে এখনও কোনও আলোচনা করিনি।”
আরও পড়ুন: একের পর এক কামাল করছেন রোহিত! এবার ছাপিয়ে গেলেন কোহলিকেও, হিটম্যান গড়লেন রেকর্ড
জানিয়ে রাখি যে, IPL দ্বারা জারি করা নিয়ম অনুসারে, এবার সমস্ত দলকে মোট ৬ জন খেলোয়াড় ধরে রাখার অনুমতি দেওয়া হবে। তবে, কোনও ফ্র্যাঞ্চাইজি যদি তাদের ৬ জন খেলোয়াড়কে ধরে রাখে তাহলে মেগা নিলামে রাইট টু ম্যাচ কার্ড পাবে না। অপরদিকে, এই ৬ টি রিটেনশনে, সর্বোচ্চ ৫ জন ক্যাপড এবং সর্বোচ্চ ২ জন আনক্যাপড খেলোয়াড় থাকতে পারেন।