ধরে রাখতে পারলেন না, দায়িত্ব পেতে না পেতেই তিন মাসের মধ্যে ট্রাম্পের সরকার ছাড়ছেন মাস্ক!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দিন কয়েক আগেই এলন মাস্কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বলেছিলেন, মাস্ককে ধরে রাখার চেষ্টা করবেন। কিন্তু তিন মাস যেতে না যেতেই ট্রাম্পের হাতছাড়া হতে চলেছেন টেসলা কর্তা? ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট। সরকার গঠনের তিন মাস হতে না হতেই পদ ছাড়ছেন মাস্ক! আমেরিকার একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর এখন এমনটাই।

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেওয়া দায়িত্ব থেকে ইস্তফা দেবেন এলন মাস্ক

আমেরিকায় ‘ট্রাম্প ২.০’ সরকারের অন্যতম বড় ঘুঁটি এলন মাস্ক। নতুন ‘দক্ষতা বিষয়ক দফতর’ গঠন করে মাস্ককে তাঁর দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প (Donald Trump)। কিন্তু সেই পদ নাকি খুব শীঘ্রই ছেড়ে দিতে চলেছেন এলন মাস্ক, মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর এমনটাই। একাধিক সূত্রের খবর, ট্রাম্প (Donald Trump) নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত পদ ছেড়ে দিতে চলেছেন মাস্ক। ট্রাম্প এবং মাস্কের মধ্যে সুসম্পর্কের কথা শোনা গিয়েছে বহুবার। কিন্তু তা সত্ত্বেও হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কী?

Will elon musk leave donald trump government

কেন এই সিদ্ধান্ত: মাস্কের অসংখ্য কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কারণেই কি এই পদক্ষেপ নিতে চলেছেন টেসলা কর্তা? একটি সূত্র অবশ্য বলছে, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বা তাঁর প্রশাসনের কারোর সঙ্গেই কোনো মতবিরোধ নেই এলন মাস্কের। আবার নিজের দফতরে তাঁর কাজ নিয়েও বেশ সন্তুষ্ট ট্রাম্প। তবে তা সত্ত্বেও নাকি আলাদা করে বৈঠক হয়েছে দুজনের। ট্রাম্প (Donald Trump) এবং মাস্ক নাকি নিজেদের মধ্যে বৈঠকে আলোচনা করে একটি সিদ্ধান্তে এসেছেন।

আরো পড়ুন : মাটি ছুঁতেই দাউদাউ করে আগুন, ফের ভেঙে পড়ল বায়ুসেনার বিমান! ঘটনাস্থলেই মৃত পাইলট

সত্যিটা ঠিক কী: এটাই ব্যবসায় মনোযোগী হওয়ার জন্য সঠিক সময় এলন মাস্কের। তবে প্রয়োজনে দক্ষতা বিষয়ক দফতরকে সাহায্য করবেন তিনি। তবে ট্রাম্পের (Donald Trump) দেওয়া সরকারি পদ থেকে মাস্কের ইস্তফা দেওয়ার প্রতিবেদন কতটা সত্যি তা মানতে সন্দেহ প্রকাশ করেছেন হোয়াইট হাউসের মিডিয়া সচিব। তিনি দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক দুজনেই আগে জানিয়েছিলেন, বিশেষ সরকারি কর্মচারী হিসেবে মাস্কের গুরুত্বপূর্ণ কাজ শেষ হলেই তিনি ওই পদ থেকে সরে দাঁড়াবেন।

আরো পড়ুন : তিন খানের মিলিত সম্পত্তিকেও টেক্কা দেবে, ফোর্বসের বিচারে ইনিই বলিউডের ধনীতম ব্যক্তি!

এদিকে মাস্ক নিজেই জানিয়েছিলেন, তাঁর কাজ নাকি প্রায় শেষ হয়ে এসেছে। দক্ষতা বিষয়ক দফতরের দায়িত্বে থাকা কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে তিনি বৈঠক সেরেছেন। মাস্ক এখনই পদ ছেড়ে নিজের সংস্থায় ফিরবেন কিনা সে বিষয়ে নিশ্চয়তা না থাকলেও তাঁর ইস্তফা দেওয়ার গুঞ্জন ছড়াতেই টেসলার শেয়ারের দাম বেড়েছে হু হু করে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X