‘আমি রই আর না রই, পৃথিবী চলবে” নতুন মন্ত্রিসভা গঠনের আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন ফিরহাদ

বাংলাহান্ট ডেস্ক : বাংলার মন্ত্রীসভার রদবদলের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের গুরুত্বপূর্ণ তিন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতায় পরিবহণ দপ্তরের এক অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা গেল, ‘আমি থাকি বা না থাকি, এই পৃথিবীটা কিন্তু চলবে। কলকাতা চলবে।’ ফিরহাদের এই বক্তব্যের পর প্রশ্ন উঠতে শুরু করছে, তাহলে কি পরিবহণ দফতর (Transport Ministry) হাতছাড়া হতে চলেছে?

পরিবহণ দফতরের উদ্যোগে কলকাতায় ১১৮০টি ই-বাস চলবে। বুধবার টাটার সঙ্গে সেই বাসেরই চুক্তি স্বাক্ষর করেন পরিবহণ মন্ত্রী (Transport Minister) ফিরহাদ হাকিম। সেই অনুষ্ঠানেই তাঁকে বলতে শোনা যায়,’হাম রহে ইয়া না রহে কাল, কাম চলতা রহেগা।’ ফিরহাদ আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান রাজ্যের সর্বত্র আরটিও হোক। সেই কাজ আমি দফতরের সচিবদের দিয়ে যাচ্ছি।’ ফিরহাদের এই মন্তব্যে তাঁর পরিবহণ দফতর থেকে সরে যাওয়ার জল্পনা আরও বৃদ্ধি পায়। যদিও পরে মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, ‘এর সঙ্গে মন্ত্রিসভার কোনও সম্পর্ক নেই। আমার বয়স ৬৪ বছর হয়ে গেল। সেজন্যই বললাম কাল হো না হো।’

ফিরহাদের কাঁধে রয়েছে একাধিক দায়িত্ব। একাধারে তিনি কলকাতার মেয়র। অন্যদিকে রাজ্যের পরিবহণ, পুর ও নগরোন্নয়ন এবং আবাসন মন্ত্রীও। সেই সঙ্গে দলেরও একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকাতেও আছেন তিনি। শোনা যাচ্ছে, মন্ত্রিসভার রদবদলের মাধ্যমে ফিরহাদের কাজের বোঝা খানিকটা হালকা করে দিতে পারেন মমতা। জানা যাচ্ছে কলকাতার মেয়রকে হয়ত পরিবহণ দফতর কে অব্যাহতি দেওয়া হতে পারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দীর্ঘদিন ধরেই তৃণমূলে (TMC) ‘এক ব্যক্তি-এক পদ’ নীতি চালু করতে চান। জেলাস্তরে বহু ক্ষেত্রে অভিষেক সেটা করেও ফেলেছেন অনেকটাই। কিন্তু ফিরহাদের কাছে এসে এই নীতি বাধা পাচ্ছে বারবার। মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই ফিরহাদ একাধিক দফতরের দায়িত্বে রয়েছেন। তবে শোনা যাচ্ছে এবার খানিকটা হালকা করা হতে পারে তাঁর বোঝা। তাছাড়া ফিরহাদ নিজেও পরিবহণ দফতরে খুব একটা আগ্রহী ছিলেন না।


Sudipto

সম্পর্কিত খবর