বকেয়া DA নিয়ে বড় খবর! সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? সামনে নয়া আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে সরকারি কর্মীদের টানাপড়েন অব্যাহত। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে মহার্ঘ ভাতা (DA) নিয়ে বহু বছর ধরে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও (Government Employees) ১৮ মাসের ডিএ বকেয়া রয়েছে। এবার এই বকেয়া মহার্ঘ ভাতা নিয়েই সামনে আসছে নয়া আপডেট।

সরকারি কর্মীরা বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে নয়া খবর!

সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে বড় সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে মোদী সরকার। নয়া পে কমিশন কার্যকর হলে একদিকে যেমন সরকারি কর্মীদের নূন্যতম বেতন বৃদ্ধি হবে, তেমনই মহার্ঘ ভাতা সহ অন্যান্য ভাতার পরিমাণও পরিবর্তিত হবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার কোভিডকালে বকেয়া থাকা ডিএ দেবে সরকার?

২০২০ সালে গোটা বিশ্বে হানা দিয়েছিল করোনা ভাইরাস। যার ফলে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের জুন মাস অবধি সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়নি। উপরন্তু সরকারের ওপর আর্থিক চাপের দরুন স্থগিত রাখা হয়েছিল তাঁদের মহার্ঘ ভাতা। এই দেড় বছরের ডিএ এখনও অবধি পাননি কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

আরও পড়ুনঃ ‘আরজি করে অন্য কেউ…’! সাজা ঘোষণার আগে বিস্ফোরক সঞ্জয়ের বোন! তোলপাড় বাংলা

জানা যাচ্ছে, ইতিমধ্যেই ন্যাশানাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির তরফ থেকে বকেয়া ডিএ নিয়ে কেন্দ্রীয় (Central Government) অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানানো হয়েছে হয়েছে বলে খবর। তবে এই বকেয়া ডিএ কবে দেওয়া হবে সেই বিষয়ে এখনও অবধি সরকারের তরফ থেকে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি।

Dearness Allowance

উল্লেখ্য, কোভিডকালে বকেয়া থাকা ১৮ মাসের ডিএ (Dearness Allowance) নিয়ে একাধিক কর্মী সংগঠনের তরফ থেকে চিঠি ও চাপ আসলেও এই নিয়ে সরকারের বক্তব্য, মহামারীর সময় বাড়তি আর্থিক চাপ হ্রাস করতেই সরকারের তরফ থেকে ডিএ দেওয়া বন্ধ রাখা হয়। এই বিষয়ে কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় বলেন, কোভিডকালে ওই ১৮ মাসে আর্থিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, যা সরকারের কোষাগারের ওপর চাপ তৈরি করে। মহার্ঘ ভাতা স্থগিত হওয়ার জন্য সরকারের ৩৪,৪০২.৩২ কোটি টাকা বেঁচেছিল। যেটা সেই সময় ট্রেন এবং কোভিড মোকাবিলার কাজে ব্যবহার করা হয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর