বাংলাহান্ট ডেস্ক : গুজরাট বিধানসভা নির্বাচনের মুখেই কংগ্রেস ত্যাগ করেন পাতিদার নেতা হার্দিক প্যাটেল। কংগ্রেসের ‘হাত’ ছাড়ার পরই তাঁকে বিজেপি তথা কেন্দ্র সরকারের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখ যায়। আর তাতেই জল্পনা সৃষ্টি হয় যে বিধানসভা নির্বাচনের মুখেই বড়সড় ভোলবদলের পথে হাঁটতে চলেছেন এই নেতা। এমনকি গত সপ্তাহের শেষ দিকে এই গুঞ্জনও ছড়ায় যে সোমবার অর্থাৎ আজই নাকি বিজেপিতে যোগ দিতে পারেন হার্দিক প্যাটেল। তবে এবার যাবতীয় জল্পনার আগুনে জল ঢাললেন এই পাতিদার নেতাই। সাফ জানিয়ে দিলেন এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি।
গত ১৮ মে দীর্ঘ ইস্তফাপত্র ট্যুইট করে দল ছাড়েন হার্দিক। সেই সঙ্গে ট্যুইটে লেখেন, ‘আজ আমি সাহসের সঙ্গে কংগ্রেস পার্টির পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আমি নিশ্চিত যে আমার সিদ্ধান্তকে আমার সমস্ত সহকর্মী এবং গুজরাটের জনগণ স্বাগত জানাবে। আমি বিশ্বাস করি যে আমার এই পদক্ষেপের পরে, আমি ভবিষ্যতে গুজরাটের জন্য সত্যিই ইতিবাচকভাবে কাজ করতে সক্ষম হব।’
বলাই বাহুল্য দল ছাড়ার কয়েক সপ্তাহ আগে থেকেই কংগ্রেসের নিন্দায় সরব ছিলেন তিনি। কংগ্রেস দলনেত্রী সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে তিনি বলেন, ‘কংগ্রেস একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেবল রাস্তা আটকানোর মত কাজই করে গেছে। দলের অবস্থা এমনই হয়ে গিয়েছে যে সমস্ত বিষয়েই বিরোধিতা করা হচ্ছে। কেন্দ্রের শাসক দলে অন্তত সিদ্ধান্ত নেওয়ার মতন নেতৃত্ব রয়েছে, কংগ্রেসে যা নেই।’ একই সঙ্গে কংগ্রেস প্রসঙ্গে তিনি আরও বলেন ‘আমি সেই নতুন বরের মতন যাকে জোর করে বন্ধ্যাত্বকরণ করানো হয়েছে।’
এতকিছুর পর হার্দিক প্যাটেলের বিজেপিতে যোগদান একপ্রকার সময়েরই অপেক্ষা। ফলে এই সব কিছুর মধ্যে রবিবার গুজব ছড়ায় যে সোমবারই বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। যদিও সেই জল্পনা সম্পুর্ণ ওড়ালেন হার্দিক প্যাটেল। এদিন ট্যুইট করে সাফ জানিয়ে দিলেন এই মুহুর্তে মোটেই বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি। আগামীদিনে এহেন কোনও সিদ্ধান্ত নিলে তা আগে থেকেই সাধারণ মানুষকে জানাবেন বলেও জানিয়েছেন পাতিদার নেতা।