বাংলাহান্ট ডেস্ক : এ যেন পুরো ১৮০ ডিগ্রি পরিবর্তন। সরকারে আসার পর বছর ঘোরার আগেই আচমকা সুর বদল বাংলাদেশের (India-Bangladesh) তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। একের পর এক কার্যত ‘বিপরীতমুখী’ মন্তব্য করে চলেছেন তিনি। শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন। উপরন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের প্রতি আগ্রহী হিসেবেই মনে করা হচ্ছে তাঁকে। কিন্তু ভারতের প্রতি বন্ধুত্বের দিকে এক কদম বাড়াতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইউনূসের সরকারের উপদেষ্টারাই।
মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য উৎসুক ইউনূস (India-Bangladesh)
হাসিনার পতনের পর তদারকি সরকারে আসার আগে ‘সেভেন সিস্টার্স’ নিয়ে ভারতকে হুমকি দিয়েছিলেন মহম্মদ ইউনূস (India-Bangladesh)। পরবর্তীতেও একাধিক বার ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তুলতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু হঠাৎ করেই সুর বদলে ফেলেছেন ইউনূস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। শুধু তাই নয়, তিনি এও জানিয়েছেন, সরকারে দায়িত্ব নেওয়ার পরেই নাকি মোদীর সঙ্গে কথা হয়েছিল তাঁর। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন বিমসটেক সম্মেলনে মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারের উদ্দেশেই নাকি সুর বদলেছেন ইউনূস।
ভারতের বিরুদ্ধে বিদ্বেষ উপদেষ্টাদের: যদিও তাঁর এই পরিকল্পনায় জল ঢালতে নাকি পা বাড়িয়ে রেখেছেন মাহফুজ, হাসনাতরা। সম্প্রতি হাসনাত আবদুল্লা দাবি করেছেন, বাংলাদেশের (India-Bangladesh) সেনার তরফে নাকি তাদের ক্যান্টনমেন্টে ডেকে হুমকি দেওয়া হয়েছিল। এমনকি আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের (India-Bangladesh) রাজনীতিতে ফেরানোর জন্যও নাকি সেনা পরিকল্পনা করছে বলে দাবি করেন তিনি। এ নিয়ে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলতে দেখা গিয়েছিল হাসনাতকে। তিনি অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা নাকি ভারতের। যদিও এর সপক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হন তিনি।
আরো পড়ুন : আরজিকর সংক্রান্ত সব ভিডিও গায়েব! রাতারাতি সব কনটেন্ট মুছে দিলেন ‘বং গাই’ কিরণ?
সাক্ষাৎ আদৌ হবে: অপরদিকে তদারকি সরকারের অপর গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলমও সম্প্রতি মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সুতো ধরা হয় দিল্লিতে আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে (India-Bangladesh)। সেটা আর হতে দেওয়া যাবে না। খোদ ইউনূস যখন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে সওয়াল করছেন, সেখানে সরকারের অন্যতম উপদেষ্টাই ক্রমাগত ভারত বিদ্বেষ ছড়িয়ে চলেছেন। এহেন পরিস্থিতিতে মোদী আদৌ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে।
আরো পড়ুন : ফের শুরু হইচই! এবার ঢাকায় সেনা জমায়েতের নির্দেশ, কোন ঝড় আসতে চলেছে বাংলাদেশে?
এদিকে ইউনূসের বিরুদ্ধে তাঁর দেশেই ক্রমাগত বেড়ে চলেছে বিরোধ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা নিয়ে তাঁর মন্তব্যের বিরোধিতায় প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। সেনাও নাকি হস্তক্ষেপ শুরু করেছে। এমতাবস্থায় ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন মহম্মদ ইউনূস। আগামীতে মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ আদৌ হয় কিনা সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।