বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত ভারতীয় দলের (India) পারফরম্যান্স বেশ চমৎকার। টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে ২ টি ম্যাচ খেলেছে এবং ২ টি ম্যাচেই জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এরপর রোহিত বাহিনী লিগ পর্বে শেষ ম্যাচ খেলতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তবে এই ম্যাচের আগে ভারতীয় সমর্থকদের জন্য একটি দুঃসংবাদ সামনে এসেছে। যেখানে জানা গেছে যে এই ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন না টিম ইন্ডিয়ার (India) অধিনায়ক রোহিত শর্মা?
বিভিন্ন মিডিয়া অনুযায়ী, রোহিত শর্মা চোটের সম্মুখীন হওয়াতে আনফিট হয়ে পড়েছেন। যার কারণে তাঁর মুভমেন্টের সমস্যা হচ্ছে। এই কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলা তাদের জন্য খুবই কঠিন মনে হচ্ছে। এমনকি ব্যাটিং অনুশীলনেও থ্রো ডাউন নিতে রাজি হননি তিনি। এমতাবস্থায়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে অনুমান করা হচ্ছে যে কিউইদের বিরুদ্ধে হয়তো খেলবেন না ভারতের (India) অধিনায়ক।
টিম ইন্ডিয়ার বাইরে থাকতে পারেন রোহিত শর্মা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান রোহিত শর্মা। তিনি হ্যামস্ট্রিং ইনজুরির সম্মুখীন হন। তবে, ওই ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রোহিত আপডেট দিয়ে জানান যে তিনি ভালো আছেন। কিন্তু, গত বুধবারের অনুশীলনে তাঁর অসুবিধে প্রকাশ্যে আসে।
চোটের কারণে শারীরিক পরিশ্রম করতে পারেননি: শুধু তাই নয়, কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে রোহিত শর্মা কোনও কঠিন শারীরিক কার্যকলাপ তথা ফিজিক্যাল অ্যাক্টিভিটির অংশ হননি। এছাড়াও, প্র্যাকটিস সেশনে তাঁকে সক্রিয় হয়ে দেখা যায়নি। কিন্তু সেই সময়ে তিনি দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের সাথে দলের বিষয় নিয়ে কথা বলেন।
আরও পড়ুন: প্রয়াণের আগেই করে গিয়েছিলেন নির্ধারণ! অবশেষে পূরণ হল রতন টাটার ইচ্ছে
টিম ইন্ডিয়ার নেতৃত্ব কে দেবেন: এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা দলের বাইরে থাকলে বদলে যাবে টিম ইন্ডিয়ার (India) অধিনায়কও। রোহিত শর্মার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক শুভমান গিলকে ভারতের অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে।
আরও পড়ুন: চিন-আমেরিকার লড়াইয়ে শুরু নতুন আতঙ্ক! বড়সড় ক্ষতির সম্ভাবনা ভারতের
ওপেনিং জুটিতেও পরিবর্তন আসবে: এছাড়াও, ওই ম্যাচে রোহিত শর্মা না খেললে ওপেনিং জুটিতেও পরিবর্তন আসবে। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে, যদি রোহিত না খেলেন, সেক্ষেত্রে তাঁর জায়গায় শুভমান গিলের সঙ্গে কেএল রাহুল ভারতের (India) ইনিংস শুরু করতে মাঠে নামবেন। তবে এখনও এই বিষয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি।