দ্বিমুখী সমস্যার মুখে ভারত সরকার, প্রধানমন্ত্রী মোদীর টেবিলে পড়ল শ্রীলঙ্কার চিঠি

প্রতিবেশী দেশের ইস্যুতে দ্বিমুখী সমস্যায় পড়ল ভারত সরকার। আসলে শ্রীলঙ্কার আর্মি জেনারেলদের উপর ব্যান লাগু করার চিন্তা ভাবনা করছে UN মানবাধিকার কমিশন। যত শীঘ্রই সম্ভব ব্যান লাগু করার জন্য শ্রীলঙ্কায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের হস্তক্ষেপ চাইছে UN এর মানবাধিকার কমিশন। এই ব্যান থেকে বাঁচতে ভারতের দ্বারস্থ হয়েছে শ্রীলঙ্কার সরকার।

আসলে শ্রীলঙ্কা সিভিল ওয়ারে বহু শ্রীলঙ্কান তামিলকে হত্যা করার অভিযোগ রয়েছে শ্রীলঙ্কার সেনার বিরুদ্ধে। জানিয়ে দি, শ্রীলঙ্কান তামিল মূলত শ্রীলঙ্কা দেশের উত্তর প্রান্তে বসবাস করে। সিভিল ওয়ারে শ্রীলঙ্কান তামিলদের গ্রামের পর গ্রামে গণহত্যা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

IMG 20210221 213022

কেন হয়েছিল সিভিল ওয়ার?

আসলে শ্রীলঙ্কান তামিলদের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হতো বলে অভিযোগ উঠতো। ধীরে ধীরে এই আক্রোশ এমন জায়গায় পৌঁছে যে, শ্রীলঙ্কান তামিলদের LTT নামের পুরো একটা সেনা তৈরি হয়। যাদের দাবি ছিল উত্তর শ্রীলঙ্কাকে একটা আলাদা দেশ হিসেবে ভাগ করা। এই ইস্যুতেই LTT ও শ্রীলঙ্কান আর্মিদের মধ্যে শুরু হয় যুদ্ধ। ভারতের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে পরে শ্রীলঙ্কান আর্মি পরিকল্পনা মাফিক লক্ষ লক্ষ শ্রীলঙ্কান তামিলকে হত্যা করে বলে অভিযোগ ওঠে।

আর এখন এই ইস্যুতে ন্যায় পেতে পুরো বিশ্বজুড়ে থাকা তামিল জাতি আওয়াজ তুলেছে। যারপর মানবাধিকার কমিশন বড়ো পদক্ষেপ নিয়ে শ্রীলঙ্কান আর্মি জেনারেলদের উপর ব্যান লাগু করার উপর জোর দিচ্ছে বলে জানা যাচ্ছে। শ্রীলঙ্কা এই ব্যান থেকে নিজেকে বাঁচাতে ভারত সরকারের কাছে লিখিতভাবে সাহায্য চেয়েছে। তবে এই ইস্যুতে ভারত শ্রীলঙ্কার পাশে দাঁড়াবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

এর কারণ এই যে, ভারত খোলামেলা শ্রীলঙ্কার পাশে দাঁড়ালে ভারতের তামিলরা কেন্দ্র সরকারের উপর আক্রোশ প্রকাশ করতে পারে। উল্লেখ্য, ভারত এই ইস্যুতে শ্রীলঙ্কার পক্ষ নিলে শ্রীলঙ্কার ব্যান থেকে বাঁচতে সক্ষম হবে। ভারত UN এর মানবাধিকার কমিশনের মেম্বার পদে রয়েছে, এই পদকে কাজে লাগিয়ে ভারত খুব সহজেই শ্রীলঙ্কাকে সমস্যা থেকে টেনে তুলতে পারে।


সম্পর্কিত খবর