মিলে যাচ্ছে সব হিসেব! চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় নিশ্চিত ভারতের? বড়সড় স্বস্তিতে রোহিত বাহিনী

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারতীয় ক্রিকেট দল (India National Cricket Team) পৌঁছে গিয়েছে দুবাইতে। টিম ইন্ডিয়া টুর্নামেন্টের সমস্ত ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এদিকে, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলেও নিরাপত্তার কারণে সেখানে দল পাঠাতে রাজি হয়নি BCCI। এরপরে অনেক আলোচনার পরে ICC একটি সমাধান খুঁজে বের করে এবং ভারতের ম্যাচ দুবাইতে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় নিশ্চিত ভারতের (India National Cricket Team):

অপরাজিত ভারত: জানিয়ে রাখি যে, নির্ধারিত সূচি অনুযায়ী, ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে। এদিকে, ভারত (India National Cricket Team) তার সব ম্যাচই খেলবে দুবাইয়ে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো দুবাইয়ের মাটিতে টিম ইন্ডিয়ার দুর্দান্ত রেকর্ড রয়েছে। শুধু তাই নয়, সেখানে একটিও ODI ম্যাচে পরাজিত হয়নি ভারত। এমনকি, দুবাইতে রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় দল এশিয়া কাপ জিততেও সফল হয়েছিল।

 Will India National Cricket Team win Champions Trophy.

ভারতের রেকর্ড: এখনও পর্যন্ত ভারত (India National Cricket Team) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ টি ODI ম্যাচ খেলেছে। যার মধ্যে তারা ৫ তে জিতেছে। আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ ড্র হয়। এদিকে, ২০১৮ সালে দুবাইয়ের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল শেষ ODI খেলেছিল। দুবাইয়ের পিচ স্পিন করার জন্য উপযোগী। যা ভারতীয় খেলোয়াড়দের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। দুবাইয়ে ভারত ২ বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে। যেখানে ২ টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত এশিয়া কাপ ২০১৮-র সময় দুবাইতে তার সমস্ত ODI ম্যাচ খেলেছিল এবং বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

আরও পড়ুন: ISL-এর প্লে-অফে এখনও যেতে পারে ইস্টবেঙ্গল! সমীকরণ কঠিন হলেও রয়েছে আশা

দুবাইয়ে ভারতের ODI ম্যাচ:
২০১৮ – ভারত হংকংকে ২৬ রানে পরাজিত করে।
২০১৮ – ভারত পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
২০১৮ – ভারত বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করে।
২০১৮- ভারত পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে দেয়। 2
২০১৮ – আফগানিস্তানের সাথে ম্যাচ ড্র হয়।
২০১৮ – ভারত বাংলাদেশকে ৩ উইকেটে পরাজিত করে।

দুবাইয়ে নকআউট ম্যাচ খেলবে ভারত: জানিয়ে রাখি যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত (India National Cricket Team) সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটি সম্পন্ন হবে আগামী ৪ মার্চ দুবাইতে। এদিকে ভারত ফাইনালে উঠলে ৯ মার্চ দুবাইতে খেলা হবে। তা না হলে ফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

আরও পড়ুন: আর নয় জল্পনা! চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই হতে চলেছে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন? মিলল বড় আপডেট

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ:
গ্রুপ এ: পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ। গ্রুপ বি: দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলা:
২০ ফেব্রুয়ারি: ভারত বনাম বাংলাদেশ
২৩ ফেব্রুয়ারি: ভারত বনাম পাকিস্তান
২ মার্চ: ভারত বনাম নিউজিল্যান্ড

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর