‘মাস্ক তো পরবই না, বরং চুমু খাব!’ প্রকাশ্যে পুলিশকে হুঁশিয়ারি দম্পতির

বাংলাহান্ট ডেস্কঃ দেশে বাড়ছে করোনা সংক্রমণ (Corona Outbreak)। একেরপর এক রেকর্ড ভেঙে করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে করোনা প্রবন রাজ্য গুলি ইতিমধ্যেই কারফিউ থেকে লকডাউনের (Lockdown) দ্বারস্থ হয়েছেন। সেই মত দিল্লিতে ইতিমধ্যেই জারি হয়েছিল কারফিউ। সেখানেই থেমে না থেকে রাজধানীর কেজরিওয়াল সরকারের করোনা মোকাবিলার হাতিয়ার এবার সপ্তাহান্তে লকডাউন। এবার সেই লকডাউন তোয়াক্কা না করে পুলিশকে পাল্টা নিয়ম শিখিয়ে শ্রীঘরে ঠাঁয় মিলল দুই দম্পতির।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যা থেকে একটি ভিডিও ভাইরাল (Viral Video)  হচ্ছে, যাতে দেখা যাচ্ছে, এক দম্পতিকে মাস্ক না পরার অপরাধে প্রশ্ন করছেন দিল্লি পুলিশ (Delhi Police)। তবে তাতে বেজায় চটলেন ওই দম্পতি। পুলিশকেই নিয়ম শেখাতে শুরু করে দিলেন তাঁরা। নাকা চেকিংয়ের সময় যখন গাড়িটি আটকানো হয়, তখন ওই গাড়ির মধ্যে বসে থাকা মহিলা দাবি করেন, ‘করোনা ভ্রান্ত ধারণা মাত্র’। আদতে তার অস্তিত্ব নেই বলেও দাবি করেন তিনি।

দম্পতি গাড়ির মধ্যে মাস্ক না পরায়, পুলিশ আদালতের পর্যবেক্ষণ শোনাতে থাকেন তাঁদের। গাড়ির মধ্যে কেউ একা থাকলেও তাঁকে মাস্ক পরে থাকতে হবে, করোনা মোকাবিলায় এমনই নিদান রাজধানীতেও। তখনই পুলিশ গাড়ি সাইট করতে বললে ওই মহিলা বলেন, ‘আমি আমার স্বামীকে চুমু খাব, আপনি আটকাতে পারবেন ? জানেন আমার বাবাও একজন এসআই।’ এমনকি স্ত্রীর সাথে সমান তালে তাল মিলিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান স্বামীও।

https://www.facebook.com/watch/?v=459847988404853

গাড়ির মধ্যে থাকা ওই পঙ্কজ দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। এবং ওই মহিলা যিনি নিজেকে পঙ্কজের স্ত্রী বলে পরিচয় দিচ্ছিলেন, তাঁকেও গ্রেফতার করে দিল্লি পুলিশ। পুলিশ সূত্র মারফত এও জানা যাচ্ছে যে, ওই দম্পতির কাছে ‘কারফিউ পাস’ও ছিল না।

সম্পর্কিত খবর