বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এ গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) রীতিমতো কঠিন পরিস্থিতিতে পড়েছে। অজিঙ্ক রাহানের নেতৃত্বে তারকাখচিত KKR দল এই মরশুমে বারংবার ব্যর্থ হচ্ছে। KKR এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ৮ টি ম্যাচ খেলেছে। যার মধ্যে তারা ৫ টিতে হেরেছে। অর্থাৎ, এই দলটি এখনও পর্যন্ত মাত্র ৩ টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে।
প্লে-অফে পৌঁছনোর লড়াই কঠিন হচ্ছে KKR (Kolkata Knight Riders)-এর:
এমন পরিস্থিতিতে, KKR (Kolkata Knight Riders)-এর প্লে-অফ থেকে ছিটকে যাওয়ায় আশঙ্কাও তৈরি হয়েছে। ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছনোর পথও KKR-এর জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায়, চলুনজেনে নিই এই মরশুমে প্লে-অফে পৌঁছতে হলে KKR-কে ঠিক কীভাবে লড়াই করতে হবে?
প্রথমেই জানিয়ে রাখি যে, ৮ টি ম্যাচের মধ্যে ৫ টিতে হেরে KKR (Kolkata Knight Riders) আপাতত মাত্র ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে। কলকাতাকে এই মরশুমে আরও ৬ টি ম্যাচ খেলতে হবে। এর মধ্যে ইডেনে ৩ টি ম্যাচ খেলবে এই দল। এমন পরিস্থিতিতে, KKR-কে প্লে-অফে পৌঁছতে হলে কমপক্ষে আরও ৫ টি ম্যাচ জিততে হবে।
আরও পড়ুন: ফের মন জিতলেন কোহলি! ভারতের এই তরুণ ক্রিকেটারকে দিলেন “বিরাট” উপহার
অর্থাৎ, KKR (Kolkata Knight Riders) যদি ৫ টি ম্যাচ জিততে পারে, তাহলে তাদের পয়েন্ট হবে ১৬। তবে, এই দলটি চলতি মরশুমে যে ফর্মে আছে তা বিবেচনা করলে, KKR-এর জন্য এই লড়াই মোটেও সহজ হবে না। কারণ দলটির আসন্ন ম্যাচগুলি খুবই কঠিন হবে। এই কারণেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন KKR-এর প্লে-অফে পৌঁছনোর পথ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: ভারতের এই তারকা অভিনেতার জন্য জার্সিতে সই করলেন মেসি! ভিডিও সামনে আসতেই অবাক সকলে
গুজরাটের বিরুদ্ধে পঞ্চম পরাজয়: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত সোমবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে KKR (Kolkata Knight Riders) পরাজিত হয়েছে। চলতি মরশুমে এটি কলকাতার পঞ্চম পরাজয়। গতকালকের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুভমান গিল এবং সাই সুদর্শনের দুর্ধর্ষ ইনিংসের সাহায্যে নির্ধারিত ২০ ওভারে ১৯৮ রান করে গুজরাট। যার জবাবে ইডেনে KKR ২০ ওভারে মাত্র ১৫৯ রান করতে পারে। এমতাবস্থায়, ঘরের মাঠে গুজরাটের কাছে ৩৯ রানে পরাজিত হয় কলকাতা।