বাংলা হান্ট ডেস্ক: এবার বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ। আসলে গ্রাহকদের এবার LPG সিলিন্ডার (LPG Cylinder) পাওয়ার ক্ষেত্রে ঝামেলা বাড়তে পারে। মূলত, LPG ডিস্ট্রিবিউটরস ইউনিয়ন সরকারকে ধর্মঘটের ভয় দেখিয়েছে। ইউনিয়ন স্পষ্টভাবে বলেছে যে, যদি ৩ মাসের মধ্যে তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা দীর্ঘ ধর্মঘটে যাবে। জানিয়ে রাখি যে, সরকার সম্প্রতি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়েছে। একদিকে যেখানে গ্যাস সিলিন্ডারের ক্রমবর্ধমান দাম সাধারণ মানুষের চিন্তা বাড়িয়েছে, অন্যদিকে, ডিস্ট্রিবিউটরসের সম্ভাব্য ধর্মঘটও নতুন করে চিন্তার উদ্রেক করতে পারে। এখন দেখার বিষয় হলো সরকার এই বিরোধ নিরসনে কী পদক্ষেপ নেয়।
আর বাড়িতে ডেলিভারি হবে না LPG সিলিন্ডার (LPG Cylinder)?
LPG ডিস্ট্রিবিউটরস ইউনিয়ন একটি বড় সিদ্ধান্ত নিয়েছে: জানিয়ে রাখি, LPG (LPG Cylinder) ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সভাপতি বিএস শর্মার মতে, গত সপ্তাহে ভোপালে সম্পন্ন হওয়া অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।সারা দেশ থেকে সদস্যরা এতে অংশগ্রহণ করেন এবং সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে কমিশন বৃদ্ধি এবং জোরপূর্বক গ্যাস চালানের অভিযোগ বন্ধ করার মতো প্রধান দাবিগুলি অন্তর্ভুক্ত রয়েছে।
তাদের কী দাবি রয়েছে: আসলে, ডিস্ট্রিবিউটরসের কমিশন খুবই কম। যা তাদের অপারেশন কস্টকেও পুরো করেনা। সমিতির দাবি, সরকারের উচিত প্রতি সিলিন্ডারে কমিশন কমপক্ষে ১৫০ টাকা করা। তেল কোম্পানিগুলি কোনও চাহিদা ছাড়াই জোরপূর্বক ঘরোয়া কাজে ব্যবহার করা যায়না এমন সিলিন্ডার পাঠাচ্ছে। এটা ভুল এবং এটা বন্ধ করতে হবে। এর পাশাপাশি তারা আরও জানিয়েছে উজ্জ্বলা প্রকল্পের আওতায় গ্যাস বিতরণে কিছু সমস্যা রয়েছে। যা সংশোধন করা প্রয়োজন।
আরও পড়ুন: দীর্ঘ অসুস্থতার পর ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস! কী জানাল ভ্যাটিকান?
ইউনিয়ন দীর্ঘ ধর্মঘটে যেতে পারে: এমতাবস্থায়, ইউনিয়ন জানিয়েছে যে এই সমস্ত বিষয় নিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রককে একটি চিঠি লেখা হয়েছে। ইউনিয়ন বলেছে, যদি সরকার ৩ মাসের মধ্যে কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ না নেয়, তাহলে তারা দীর্ঘ ধর্মঘটে যাবে। এতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়বে।
আরও পড়ুন: বজায় থাকল বিরাট-রোহিতের দাপট! কেন্দ্রীয় চুক্তির ঘোষণা BCCI-র, প্রথমবার স্থান পেলেন ৭ খেলোয়াড়
সরকার সম্প্রতি ঘরোয়া LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম বাড়িয়েছে: উল্লেখ্য যে, মোদী সরকার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ৫০ টাকা বৃদ্ধি করেছে। এই বৃদ্ধির কারণে, উজ্জ্বলা যোজনার গ্রাহকরা ৫৫৩ টাকায় LPG সিলিন্ডার পাচ্ছেন। এদিকে, বাকি গ্রাহিদকের জন্য এই সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা হয়ে গেছে।
LPG সিলিন্ডারের দাম:
দিল্লি: ৮০৩ টাকা।
লখনউ: ৮৪০.৫০ টাকা।
কলকাতা: ৮২৯ টাকা।
মুম্বাই: ৮০২.৫০ টাকা।
চেন্নাই: ৮১৮.৫০ টাকা।