ক্রমশ বাড়ছে সাসপেন্স! ২০২৫-এর IPL-এ খেলবেন না ধোনি? কি জানাল CSK?

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এর আগে একের পর এক চমক সামনে আসছে। শুধু তাই নয়, মেগা নিলামের দিকেও চোখ রয়েছে সকলের। আগামী মাসেই সৌদি আরবের কোনও একটি শহরে এই মেগা নিলামের আয়োজন করা হতে পারে বলে খবর রয়েছে। এমতাবস্থায়, ক্রিকেট অনুরাগীদের মনে এই প্রশ্নটিও রয়েছে যে ৫ বারের IPL চ্যাম্পিয়ন এবং চেন্নাই সুপার কিংসের “প্রাণ” তথা কিংবদন্তি ক্রিকেটার এমএস ধোনিকে (MS Dhoni) আগামী মরশুমে খেলতে দেখা যাবে কি না!

ধোনির (MS Dhoni) প্রসঙ্গে এল বড় আপডেট:

তবে, এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট আপডেট সামনে আসনি। এমতাবস্থায়, চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনও স্বীকার করেছেন যে, ধোনি (MS Dhoni) এখনও ২০২৫ মরশুমের জন্য কোনও আপডেট দেননি। তবে, এই অভিজ্ঞ খেলোয়াড়কে IPL-এর আগামী মরশুমে খেলতে দেখা যাবে বলে আশাবাদী তিনি।

জানিয়ে রাখি যে, ৪৩ বছর বয়সী এমএস ধোনি (MS Dhoni) তাঁর চোটের কারণে সমস্যায় রয়েছেন। তিনি চোট নিয়েই IPL-এর ২০২৩ এবং ২০২৪-এর মরশুম খেলেছেন। এদিকে, লিগের ১৭ তম মরশুমের আগে, তিনি রুতুরাজ গায়কোয়াড়ের হাতে অধিনায়কত্বের লাগামও তুলে দেন। তবে, ওই মরশুম CSK-র জন্য সহজ ছিল না। শুধু তাই নয়, দলটি প্লে-অফের আগে বাদ পড়েছিল। এদিকে, ২০২৪-এর IPL শেষ হওয়ার পর থেকেই ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। তবে, ধোনি এখনও স্পষ্ট করেননি যে তিনি IPL ২০২৫-এর অংশ হবেন কি না।

আরও পড়ুন: ভূস্বর্গে ক্রমশ বাড়ছে সন্ত্রাসবাদী হামলা! প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ, প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী

চেন্নাই সুপার কিংসের সিইও ধোনির প্রসঙ্গে বড় আপডেট দিয়েছেন: IPL-এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন যে, দল চায় ধোনি (MS Dhoni) আগামী মরশুমেও খেলুন। তবে, ভারতের প্রাক্তন অধিনায়ক এখনও তাঁর সিদ্ধান্ত ঘোষণা করেননি।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার হেরে যাওয়ার পেছনে ইনিই হলেন বড় “ভিলেন”, আগামী ম্যাচে পড়তে পারেন বাদ

এই প্রসঙ্গে বিশ্বনাথন বলেন, “আমরাও চাই ধোনি (MS Dhoni) CSK দলে খেলুন। তবে, ধোনি এখনও আমাদের কাছে এটি নিশ্চিত করেননি। ধোনি বলেছেন যে, তিনি ৩১ অক্টোবরের আগে আমাদের বলবেন। আমরা আশাবাদী যে এমএস ধোনি খেলবেন।”

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর