বাংলাহান্ট ডেস্ক : মুর্শিদাবাদের (Murshidabad) পরিস্থিতি কয়েকদিন ধরে থেকেছে উত্তাল। বিএসএফ, আধাসেনা নামিয়েও প্রথমটা পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। পরবর্তীতে ধীরে ধীরে শান্ত হয় সবটা। কিন্তু উত্তপ্ত মুর্শিদাবাদে (Murshidabad) এই কদিনে বহু মানুষের ঘরছাড়া হওয়ার ঘটনা ঘটেছে গত কয়েকদিনে। অনেক সম্পত্তিও নষ্ট হয়েছে। জেলার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এবং আক্রান্তদের সহযোগিতা করার জন্য কলকাতা হাইকোর্টের তরফে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদের (Murshidabad) ঘটনার ক্ষেত্রে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
তিন সদস্যের একটি কমিটি গঠন করে মুর্শিদাবাদের (Murshidabad) পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। উল্লেখ্য, মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং আইনজীবী সংযুক্তা সামন্ত। কিন্তু এদিন আদালত জানায়, এখনই এনআইএ তদন্তের প্রয়োজন নেই।
কতজন গ্রেফতার এখনো পর্যন্ত: এই মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, জঙ্গিপুর পুলিশ জেলায় এখনো পর্যন্ত ২৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ (Murshidabad) পুলিশ জেলায় গ্রেফতার করেছে ২ জনকে। ৩৮ টি পরিবার ঘরছাড়া হলেও তারা আবার ফিরে এসেছেন। এমনকি তাদের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য সরকারের তরফে পদক্ষেপও করা হয়েছে বলে কল্যাণ জানান।
আরো পড়ুন : গ্রেফতারি বেড়ে ৩, মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় সিটের কব্জায় মাস্টারমাইন্ড ইনজামুল
কী নির্দেশ দিল আদালত: এনআইএ তদন্তের বিষয়ে আদালত জানিয়েছে, এখনই এনআইএ তদন্তের প্রয়োজন নেই। কারণ কেন্দ্র চাইলে নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারে। এরপরেই মুর্শিদাবাদ (Murshidabad) পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত। জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগাল সার্ভিস অথরিটির তরফে একজন করে সদস্য থাকবেন ওই কমিটিতে।
আরো পড়ুন : পাঁজর বেরিয়ে এসেছে, এক ধাক্কায় এত ওজন হ্রাস! অসুখের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন করণ
মুর্শিদাবাদের (Murshidabad) বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ঘরছাড়াদের চিহ্নিত করে তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে ওই কমিটি। কতগুলি এফআইআর দায়ের হয়েছে সেই তথ্য সংগ্রহ করবে এবং যেসব আক্রান্তরা এখনো এফআইআর দায়ের করতে পারেনি তাদের সাহায্য করবে ওই কমিটি।