ক্রমশ বাড়ছে সঙ্কট! এবার ভেঙে ৩ টুকরো হয়ে যাবে পাকিস্তান? ঘুম উড়ল পড়শি দেশের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও-তে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। যেখানে প্রাণ হারান ২৬ জন। যাঁদের মধ্যে অধিকাংশজনই ছিলেন নিরীহ পর্যটক। এদিকে, ইতিমধ্যেই এই ঘটনায় পাক (Pakistan) জঙ্গি সংগঠনের যুক্ত থাকার খবর মিলেছে। এমতাবস্থায়, পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। যেগুলি প্রত্যক্ষভাবে প্রভাবিত করবে বিগত বেশ কয়েক বছর ধরে চরম আর্থিক সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তানকে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানে বছরের পর বছর ধরে বিভিন্ন ভূ-রাজনৈতিক উত্তেজনার ঘটনা পরিলক্ষিত হয়েছে। যার মধ্যে পশতুনিস্তান এবং বালুচিস্তানে এই ঘটনার সর্বোচ্চ রেশ দেখা গিয়েছে। ঠিক এই আবহেই প্রশ্ন উঠছে যে পাকিস্তান (Pakistan) কি এবার ভেঙে ৩ টুকরো হয়ে যাবে? বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

ভেঙে ৩ টুকরো হয়ে যাবে পাকিস্তান (Pakistan)?

পশতুনিস্তান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পশতুনিস্তান হল মধ্য ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক অঞ্চল। যা ইরানিয়ান মালভূমিতে অবস্থিত। যেখানে দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানের পশতুন জনগোষ্ঠী এবং উত্তর-পশ্চিম পাকিস্তানের (Pakistan) পশতুন জনগোষ্ঠী বসবাস করে। এই অঞ্চল পশতুনখোয়া বা পখতুনখোয়া নামেও পরিচিত।

ভূ-রাজনৈতিক সমস্যা:
১. জাতিগত পরিচয় এবং সীমান্তবর্তী সম্পর্ক:
* জানিয়ে রাখি যে, পশতুনরা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিভক্ত একটি জাতিগত গোষ্ঠী। যাদের বিপুল জনসংখ্যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) থেকে শুরু করে পাকিস্তানের উত্তর বেলুচিস্তানে এবং আফগানিস্তানের ডুরান্ড লাইনের ওপারে রয়েছে।
* উভয় পক্ষের বহু পশতুন ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে পুরোপুরি স্বীকৃতি দেন না। যার ফলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা বিরাজ করে।

Will Pakistan break into 3 pieces this time.

২. নিরাপত্তা এবং চরমপন্থা:
* প্রসঙ্গত উল্লেখ্য যে, আফগান-সোভিয়েত যুদ্ধ এবং পরবর্তীতে মার্কিন সন্ত্রাসবিরোধী যুদ্ধের পর থেকে এই অঞ্চলটি সংঘাত এবং জঙ্গিবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এছাড়াও এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। যার ফলে সামরিক উপস্থিতি সেনা অভিযানও ঘটেছে।
* এদিকে, ক্রমাগত হিংসাত্মক ঘটনা এবং চরমপন্থা স্থানীয় দাবিগুলিকে আরও প্রান্তিক করে তুলেছে।

৩. স্বায়ত্তশাসন এবং প্রতিনিধিত্ব:
* কিছু পশতুন জাতীয়তাবাদী গোষ্ঠী ঐতিহাসিকভাবে বৃহত্তর স্বায়ত্তশাসন বা একটি স্বাধীন “পশতুনিস্তান” দাবি করেছে। যদিও সাম্প্রতিক দশকগুলিতে এই দাবিগুলি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে।
* এছাড়াও, সামরিক অভিযান থেকে শুরু করে স্থানচ্যুতি এবং উপজাতীয় এলাকায় উন্নয়নের অভাব সম্পর্কিত সমস্যাগুলি পশতুন তাহাফুজ আন্দোলন (পিটিএম)-এর মতো আন্দোলনের দিকে পরিচালিত করেছে। যারা মূলত অধিকার, ন্যায়বিচার এবং উন্নত প্রতিনিধিত্বের দাবি জানিয়ে আসছে।

আরও পড়ুন: “আমি কোনও আর্মি জেনারেল নই….”, ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়ে সাফাই ইউনূসের

বেলুচিস্তান: বেলুচিস্তান বা বালোচিস্তান পশ্চিম ও দক্ষিণ এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল। যেটি মূলত ইরানিয়ান মালভূমির দক্ষিণ-পূর্বে অবস্থিত এবং ভারতীয় প্লেট ও আরব সাগরের উপকূলরেখার সীমান্তবর্তী এলাকায় রয়েছে। মরুভূমি এবং পাহাড় অধ্যুষিত এই শুষ্ক অঞ্চলটি জাতিগতভাবে বালুচ জনগোষ্ঠী দ্বারা অধ্যুষিত।

ভূ-রাজনৈতিক সমস্যা:
১. বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং প্রান্তিকীকরণ:
* জানিয়ে রাখি, অর্থনৈতিক শোষণ এবং রাজনৈতিকভাবে প্রান্তিকীকরণের কারণে বেলুচিস্তানে বৃহত্তর স্বায়ত্তশাসন বা স্বাধীনতার জন্য বালুচ জাতীয়তাবাদী আন্দোলনের দীর্ঘ ইতিহাস পরিলক্ষিত হয়েছে।
* এর পাশাপাশি প্রাকৃতিক সম্পদে (প্রাকৃতিক গ্যাস, খনিজ) সমৃদ্ধ হওয়া সত্বেও ওই এলাকা এখনও অনুন্নত। যার ফলে অনেক বালুচ সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে সম্পদ বন্টনের ক্ষেত্রেও বঞ্চিত বোধ করেন।

আরও পড়ুন: পহেলগাঁও হামলার আসল “মাস্টারমাইন্ড” স্বয়ং পাক সেনা প্রধান? সামনে এল চাঞ্চল্যকর আপডেট

২. নিরাপত্তা এবং মানবাধিকার:
* বর্তমানে চলমান সামরিক অভিযান এবং জোরপূর্বক গুম করে দেওয়ার ঘটনা এই অস্থিরতার একটি প্রধান উৎস। যা আন্তর্জাতিক মানবাধিকার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
* এর পাশাপাশি বেলুচ বিদ্রোহী গোষ্ঠীগুলি পরিকাঠামো এবং বিদেশি প্রকল্পগুলিতে আক্রমণ চালিয়েছে। যেগুলিকে তারা শোষণের হাতিয়ার হিসেবে দেখে।

৩. সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন প্রকল্প:
* চিন-পাকিস্তান ইকোনমিক করিডোর (CPEC)-এর মতো প্রকল্পগুলি, বিশেষ করে গোয়াদর বন্দরের উন্নয়ন, ভূমি অধিকার, স্থানচ্যুতি এবং স্থানীয় সুবিধার অভাব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগকে আরও তীব্র করে তুলেছে।

সামগ্রিকভাবে এই ঘটনাগুলিই পাকিস্তানের ভূ-রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, এই ঘটনাগুলির দীর্ঘমেয়াদী প্রভাবের কারণেই পূর্ণাঙ্গ দেশের পরিবর্তে পাকিস্তান (Pakistan) ভেঙে টুকরো হয়ে যেতে পারে বলেও অনুমান করছেন অনেকে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X