বাংলা হান্ট ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) গত বুধবার বোম্বে হাইকোর্টকে জানিয়েছে যে, বর্তমানে প্রচলিত ব্যাঙ্ক নোটগুলিকে শনাক্ত করার ক্ষেত্রে দৃষ্টিহীন ব্যক্তিরা যে অসুবিধার সম্মুখীন হচ্ছে সেই বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছে। তবে, তাঁদের জন্য নতুন ব্যাঙ্ক নোট জারি করার বিষয়টি কঠিন হওয়ার পাশাপাশি অত্যন্ত ব্যয়বহুল হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
হাইকোর্টে দায়ের করা একটি হলফনামায়, RBI-এর তরফে জানানো হয়েছে যে, ব্যাঙ্ক নোটগুলির নতুন “সিরিজ” জারি করার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। এমনকি, এক্ষেত্রে ছয় থেকে সাত বছর পর্যন্ত সময় লাগে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দৃষ্টিহীনদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য ব্লাইন্ড (NAB)-এর করা আবেদনের পরিপ্রেক্ষিতে হলফনামা দাখিল করা হয়েছে।
এই হলফনামায়, RBI-কে ব্যাঙ্ক নোট এবং কয়েন শনাক্তকরণের ক্ষেত্রে দৃষ্টিহীনদের অসুবিধার পরিপ্রেক্ষিতে নতুন নোট এবং কয়েন ইস্যু করার অনুরোধ করা হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিতিন জামদারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই বিষয়ে শুনানি করছে।
বেঞ্চের সামনে দাখিল করা একটি হলফনামা অনুসারে, রিজার্ভ ব্যাঙ্ক নোট শনাক্তকরণের ক্ষেত্রে দৃষ্টিহীনদের সমস্যার বিষয়টি সম্পর্কে সচেতন রয়েছে। এদিকে, নতুন সিরিজের নোট ইস্যু করার জন্য ২০১৭ সাল থেকে কাজ চলছে।
RBI তার হলফনামায় জানিয়েছে যে, নতুন সিরিজের নোট জারি করা একটি অত্যন্ত বড় কাজ। এটি অত্যন্ত সাবধানতার সাথে করতে হয়। এদিকে, বিভিন্ন আকার এবং নির্দিষ্ট নোটের ক্ষেত্রে একাধিক সিরিজের নোট থাকলে সমস্যার সমাধানের পরিবর্তে আরও বিভ্রান্তি তৈরি হবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও জানিয়েছে, নতুন সিরিজের নোট ইস্যুতে খরচও অনেক বেশি হবে।
RBI জানিয়েছে আবেদন: এছাড়াও, RBI আরও জানিয়েছে যে, পিটিশনে উল্লেখ্য সমস্যাগুলি সমাধান করার জন্য তারা সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তাই হাইকোর্টের কাছে এই বিষয়টি খারিজ করার আবেদন জানিয়েছে RBI। তবে, ১২ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানা গিয়েছে।