‘আমার মতো কাজ কেউ করে দেখাতে পারলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব’, বললেন মমতা ব্যানার্জী

বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন, ঘোষণা করলেন মমতা। সাফ জানালেন, তাঁর মতো ভারতের আর কোনও মুখ্যমন্ত্রী কাজ করছে দেখাতে পারলে তৎক্ষণাৎ ইস্তফা দেবেন তিনি। আজ বনগাঁর গোপালনগরের সভা থেকে সদর্পে এমনটাই ঘোষণা করলেন মমতা ব্যানার্জী।

এদিন গোপালনগরের সভা থেকে মমতা ব্যানার্জী বলেন, ‘আমার মতো কাজ আর কেউ করে দেখাক, আমি তাহলে এখনই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। বিনাপয়সায় স্বাস্থ্য, পড়াশোনা, খাবার, বাচ্চাদের ড্রেস, জুতো দিচ্ছি। আর কোনও রাজ্যে এতো কিছু হয় না। সরকারি কাজে কোনও জাত, ধর্মের ভেদাভেদ করা হয় না। আর কত কী করব?’

এর পাশাপাশি, ওই মঞ্চ থেকেই মতুয়াদের প্রধান হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, ১১ মার্চ সরকারী ছুটি ঘোষণা করেন তিনি। মমতা বলেন, ‘এবার থেকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছর ১১ মার্চ রাজ্যে সরকারি ছুটি থাকবে।’ পাশাপাশি, মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী বিধানসভা ভোটের পর থেকে রাজ্যে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। বাংলা থেকে বিজেপিকে তাড়াব। মুছে দেব বিজেপির নাম।’

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২১-এর ভোটে মূল টক্কর তৃণমূল ও বিজেপির মধ্যে। গত কয়েক বছরে রাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধি চোখে পরার মতো। এই বনগাঁতেই ২০১৯ সালের লোকসভা ভোটে জয় লাভ করে পদ্মশিবির। মতুয়াদের একটা বড় অংশই গেরুয়া শিবিরের দিকে ঝুঁকে। আর সেই কারণেই মতুয়াদের মন ফিরে পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ মমতার কাছে।


সম্পর্কিত খবর