ব্রিটিশরা শাসন করেছিল ভারত, আজ সেই ব্রিটেনে প্রথম দফায় প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত

বাংলাহান্ট ডেস্ক : বরিস জনসনের (Boris Johnson) পর কে বসবেন ব্রিটেনের (Britain) প্রধানমন্ত্রীর আসনে? দৌড়ে কিছুটা এগিয়ে ভারতীয় বংশোদ্ভুত (Indian Origin) ঋষি সুনক (Rishi Sunak)। প্রথম দফার ভোটে কনজারভেটিভ পার্টির (Conservative Party of Britain) প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি ৮৮ টি ভোট পেলেন প্রাক্তন ব্রিটিশ অর্থমন্ত্রী (Ex Finance Minister of Britain) ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তাঁর মূল প্রতিদ্বন্দ্বি বর্তমান বাণিজ্য প্রতিমন্ত্রী পেনি মর্ডান্ট (Penny Mordaunt)। পেনি পেয়েছেন ৬৭ টি ভোট। বিদেশমন্ত্রী লিজ ট্রাস (Liz Truss) ৫০ টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। বুধবার আরও দুই প্রতিদ্বন্দ্বী বাদ পড়েন প্রধানমন্ত্রীত্বের দৌড় থেকে।

Rishi Sunak

জানা যাচ্ছে, সুনকের অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরই পতন হয় জনসনের। দলের মোট ৩৫৮ জন সাংসদের (এমপি) মধ্যে ৮৮ জনের সমর্থন পেয়েছেন সুনক। চ্যান্সেলর নাদিম জাহাউই এবং প্রাক্তন মন্ত্রিপরিষদ মন্ত্রী জেরেমি হান্ট কমপক্ষে ৩০ জন সংসদে ভোট না পেয়ে বেরিয়ে গেছেন লড়াই থেকে।

জানা যাচ্ছে, ২১ জুলাইয়ের মধ্যে প্রতিদ্বন্দিতা চূড়ান্ত দুইজনের মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে ২০০,০০০ কনজারভেটিভ পার্টির সদস্যরা ভোট দিয়ে নতুন নেতা নির্বাচন করবেন। ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে প্রধানমন্ত্রীর নাম।

1200x 1 1

কে এই ঋষি সুনক? সাউদাম্পটনে ঋষি সুনকের বাবা একজন জেনারেল প্র্যাকটিশনার ও মা একজন ফার্মাসিস্ট। ঋষির বয়স ৪২ বছর। ২০২০ সালে প্রথম পূর্ণ মন্ত্রিসভা পদ অর্থাৎ রাজকোষের চ্যান্সেলর নিযুক্ত হন ঋষি। করোনা মহামারীর সময়কালে ব্যবসা এবং কর্মচারীদের সাহায্য করার জন্য কয়েক বিলিয়ন পাউন্ড মূল্যের বিশাল প্যাকেজ তৈরির পরে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন ঋষি। জানা গেছে, ঋষি সুনকের দাদু ঠাকুমা ছিলেন পঞ্জাবের বাসিন্দা। ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তি তাঁর স্ত্রী। তাঁদের দুটি কন্যা সন্তানও রয়েছে।

অপরদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঋষি এগিয়ে গেলেও নাম তুলে নিয়েছেন প্রীতি পাটিল। গুজরাতি বংশোদ্ভূত প্রীতি বর্তমানে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমি সবসময়ই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে চাই। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আমি নেই। ব্রিটেনকে সুরক্ষিত রাখাই আমার প্রথম লক্ষ্য।’

Sudipto

সম্পর্কিত খবর