বাংলা হান্ট ডেস্ক: বিশ্ব ক্রিকেটের সবচেয়ে হাই প্রোফাইল এবং জনপ্রিয় T20 লিগ হিসেবে বিবেচিত হয় IPL। স্বাভাবিকভাবেই, ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টকে ঘিরে তুমুল আগ্রহ পরিলক্ষিত হয় অনুরাগীদের মধ্যে। এদিকে, IPL-এর ক্ষেত্রে অন্যতম সফল দল হল মুম্বাই ইন্ডিয়ান্স। এই দল ইতিমধ্যেই ৫ বার IPL চ্যাম্পিয়ন হয়েছে। এই নজির একমাত্র রয়েছে CSK-র কাছে। এদিকে, মুম্বাই দলে খেলেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma)। এই দলের জনপ্রিয়তার পেছনে এটাও একটা বড় কারণ।
ফের মুম্বাইয়ের অধিনায়ক হবেন রোহিত (Rohit Sharma)?
জানিয়ে রাখি যে, রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ বার IPL চ্যাম্পিয়ন করিয়েছেন। কিন্তু, চলতি বছরের IPL মরশুম শুরু হওয়ার আগে আচমকাই এই ফ্র্যাঞ্চাইজি তার সেরা অধিনায়ককে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়ার নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করে। আর এই সিদ্ধান্তের পরেই অবাক হয়ে যান ক্রিকেট অনুরাগীরা। এমনকি অধিকাংশজনই ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদও জানাতে থাকেন।
BIG BREAKING :
“Rohit Sharma is likely to stay in Mumbai Indians, MI management and owners are ready to do whatever Rohit Sharma wants, MI is trying their best to convince Rohit to stay in MI.”
Boss @ImRo45 and his fans showed @mipaltan their real aukat. pic.twitter.com/T3cEqUYuqf
— ⁴⁵ (@rushiii_12) August 29, 2024
অধিনায়ক হিসেবে ফিরতে পারেন রোহিত শর্মা: তবে, এবার মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তরা ফের তাঁদের প্রিয় রোহিতকে (Rohit Sharma) অধিনায়ক হিসেবে দেখতে পেতে পারেন। হ্যাঁ, প্রথমে এটি পড়ে অবাক হয়ে গেলেও ঠিক এমন ঘটনাই এবার ঘটতে পারে। পাশাপাশি, ইতিমধ্যেই MI দলের সাথে একটি কাকতলীয় ঘটনা ঘটেছে। তারপর থেকেই এই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুন: বৃষ্টির কারণে ভেস্তে গেল বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনের খেলা, কেমন থাকবে কালকের আবহাওয়া? রইল আপডেট
মাহেলা জয়বর্ধনেকে নিয়ে রোহিত শর্মা ৩ বার জিতিয়েছেন: সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স আবারও দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে শ্রীলঙ্কার প্রাক্তন তারকা ব্যাটার মাহেলা জয়বর্ধনেকে। এদিকে, জয়বর্ধনেকে হেড কোচ হিসেবে ফের বেছে নেওয়ার পর আবারও রোহিতের (Rohit Sharma) অধিনায়ক হওয়ার বিষয়ে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: হবেনা কোনও পরীক্ষা! এবার এই কেন্দ্রীয় সংস্থার কলকাতার দপ্তরে কাজের সুযোগ, এভাবে করুন আবেদন
জয়বর্ধনে এবং রোহিতের (Rohit Sharma) জুটির ওপর ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৭ সালে জয়বর্ধনে-রোহিত জুটি মুম্বাইকে জিতিয়েছিল। তারপরে ফের ২০১৯ এবং ২০২০-তেও চ্যাম্পিয়ন হয় MI। এমতাবস্থায়, জয়বর্ধনেকে হেড কোচ হিসেবে ফিরিয়ে এনে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি এখন হার্দিক পান্ডিয়াকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করার দিকে নজর দিতে পারে বলেই মনে করা হচ্ছে।