অনেক হয়েছে! চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত? সামনে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজে ভারতীয় দল শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়। তারপর থেকেই দলের অধিনায়ক এবং কিংবদন্তি ব্যাটার রোহিত শর্মার (Rohit Sharma) কেরিয়ার রীতিমতো সমস্যার সম্মুখীন হয়েছে। ক্রমাগত সমালোচনার সম্মুখীন হচ্ছেন তিনি। এদিকে, এটাও অনুমান করা হচ্ছে যে, রোহিতের ODI কেরিয়ারও এবার সঙ্কটের মধ্যে পড়েছে।

ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত (Rohit Sharma)?

যদিও, এটা প্রায় নিশ্চিত যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিতই (Rohit Sharma) থাকবেন। কিন্তু, তারপরে রোহিত কী সিদ্ধান্ত নেবেন সেইদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। এদিকে, এই বিষয়ে এবার বিরাট প্রতিক্রিয়া দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি খেলোয়াড় অ্যাডাম গিলক্রিস্ট। তিনি জানিয়েছেন, রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন।

গিলক্রিস্ট একটি পডকাস্টে জানান, “আমি রোহিতকে (Rohit Sharma) ইংল্যান্ডে যেতে দেখছি না। আমার মনে হয় সে বলেছিল যে সে বাড়ি ফিরে বিষয়গুলি দেখবে। সে বাড়িতে যাওয়ার সাথে সাথেই প্রথম যাকে খুঁজে পাবে সে হল তার দুই মাসের সন্তান। যার ডায়াপার তাকে পরিবর্তন করতে হবে। হয়তো এটি তাকে ইংল্যান্ডে যেতে অনুপ্রাণিত করবে। তবে আমি মনে করি না এটি খুব বেশি দিন স্থায়ী হবে। আমি মনে করি সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরো জোর দেবে এবং হয়তো এটাই শেষ হবে। সম্ভবত এর মাধ্যমেই সে বাইরে যাবে।”

আরও পড়ুন: ভারতে এই প্রথমবার! নীরজ চোপড়ার হাত ধরে তৈরি হতে চলেছে নয়া ইতিহাস, ধন্য ধন্য করছেন সকলে

“আবারও ভারতের টেস্ট অধিনায়ক হতে পারেন বিরাট কোহলি”: এদিকে, রোহিত শর্মার (Rohit Sharma) টেস্ট কেরিয়ার বর্ডার-গাভাস্কার ট্রফিতে শেষ হলে ভারতকে এখন এই ফরম্যাটে নতুন অধিনায়ক খুঁজতে হবে। গিলক্রিস্ট ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়েও আলোচনা করেছেন এবং তিনি পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলির নাম প্রস্তাব করেছেন। রোহিত সিডনি টেস্টে খেলেননি এবং জসপ্রীত বুমরাহ ছিলেন অধিনায়ক। তবে, বুমরাহ চোটের সম্মুখীন হওয়ায় অধিনায়কত্বের দায়িত্ব নেন কোহলি।

আরও পড়ুন: ইউনূসের দাপট এবার শেষ! ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার পথে শেখ হাসিনা-খালেদা জিয়া

গিলক্রিস্ট জানান যে, “জসপ্রীত বুমরাহের স্থায়ী অধিনায়ক হওয়া উচিত কিনা তা আমি জানি না। আমি মনে করি এটি তার জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করবে। তাহলে ভারতের পরবর্তী অধিনায়ক কে হবেন? তাহলে কি বিরাট কোহলির কাছে ফিরে যাওয়া হবে? আমি অবাক হব না যদি সে এটা করতে আপত্তি না করে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর