চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিতের কেরিয়ারে ফুলস্টপ? কে হবেন অধিনায়ক? সামনে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শীঘ্রই শুরু হতে চলেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটি সম্পন্ন হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই টুর্নামেন্টে একাধিক সিনিয়র খেলোয়াড়কে হয়তো শেষবারের মতো খেলতে দেখা যেতে পারে। যার মধ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)।

রোহিত শর্মার (Rohit Sharma) ফিউচার প্ল্যান:

রোহিত শর্মা (Rohit Sharma) দীর্ঘদিন ধরে ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তাঁর খারাপ ফর্ম অব্যাহত রয়েছে। এমতাবস্থায়, এই চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁর কেরিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, এই টুর্নামেন্টের ওপরেই তাঁর ভবিষ্যৎ নির্ভর করছে। পাশাপাশি, এবার BCCI চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিতকে তাঁর ফিউচার প্ল্যান জানাতে বলেছে। মূলত, আগামী দিনে যাতে অধিনায়কত্বের পরিবর্তন সহজে ঘটতে পারে সেই বিষয়টিই মাথায় রাখা হচ্ছে।

কি জানা গিয়েছে: এই প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, নির্বাচকরা ২০২৭ সালের ODI বিশ্বকাপের জন্য পরিকল্পনা করতে আগ্রহী এবং টেস্ট ক্রিকেটের জন্যও পরিবর্তনের প্রক্রিয়া তাঁরা (Rohit Sharma) শুরু করতে চান। এমতাবস্থায়, তাঁর উভয় ফরম্যাটেই স্থিতিশীল অধিনায়কত্বের বিকল্প খুঁজতে আগ্রহী।

আরও পড়ুন: নতুন দায়িত্ব পেয়ে আবেগে ভাসলেন রতন টাটার “বন্ধু” শান্তনু! লিখলেন মনের কথা, জানলে চোখ ভিজবে আপনারও

BCCI-এর একটি সূত্র জানিয়েছে যে, “শেষ সিলেকশন মিটিংয়ের সময়ে নির্বাচক এবং বোর্ডের সদস্যরা রোহিতের (Rohit Sharma) সাথে এই আলোচনা করেছিলেন। তাঁকে বলা হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তিনি কিভাবে তাঁর ভবিষ্যত পরিকল্পনা করতে চান তা তাঁকে সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্র এবং ODI বিশ্বকাপের জন্য টিম ম্যানেজমেন্টের কিছু পরিকল্পনা রয়েছে। তাঁরা নিশ্চিত করতে চান যে সবাই একই রেখায় রয়েছেন। যাতে পরিবর্তনটি সুচারুভাবে ঘটতে পারে।”

আরও পড়ুন: IPL-এর আগেই বিরাট ধামাকা রাসেলের! সবাইকে টেক্কা দিয়ে T20 ক্রিকেটে গড়লেন ইতিহাস

প্রসঙ্গত উল্লেখ্য যে, রোহিত শর্মা (Rohit Sharma) আগামী এপ্রিলে ৩৮ বছরে পা দেবেন। এমতাবস্থায়, পরবর্তী ODI বিশ্বকাপের সময়ে তাঁর বয়স হবে ৪০। তিনি গত চার মাসে টেস্ট ক্রিকেটে তেমন নজর কাড়তে পারেননি। শুধু তাই নয়, গত জানুয়ারিতে সিডনিতে সম্পন্ন হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টেও তিনি খারাপ পারফরম্যান্সের জন্য খেলেননি। এদিকে, ২০২৩ সালের বিশ্বকাপের পর পর্যাপ্ত ODI ক্রিকেট খেলেননি রোহিত। এমন পরিস্থিতিতে, চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁর কেরিয়ার এবং অধিনায়কত্ব উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর