বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh) বাগদান পর্ব সম্পন্ন হয়েছে। মাছলিশহরের সাংসদ প্রিয়া সরোজের সাথে বাগদান সেরেছেন তিনি। যদিও, রিঙ্কুর পরিবারের সদস্যরা এই বিষয়টি অস্বীকার করেছে। এদিকে, ঠিক এই আবহেই বলিউডের বাদশা শাহরুখ খানের একটি পুরনো বক্তব্য তুমুল ভাইরাল হতে শুরু করেছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বাগদান সম্পন্ন রিঙ্কুর (Rinku Singh):
প্রসঙ্গত উল্লেখ্য যে, রিঙ্কু সিং (Rinku Singh) ২০২৩ সালের IPL-এ ১৩ তম ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) জিতিয়েছিলেন। তারপরেই KKR-এর মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি রিঙ্কুর বিয়েতে নাচবেন।
এই প্রসঙ্গে রিঙ্কু সিং (Rinku Singh) একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি যখন ২০২৩ সালে KKR-এর হয়ে গুজরাট টাইটান্সের বোলার যশ দয়ালকে টানা পাঁচ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন তখন দলের মালিক চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খুব খুশি হন। তিনি বলেছিলেন, “তুমি যেমন তোমার ব্যাটিং দিয়ে আমাকে খুশি করেছ, ঠিক তেমনি তোমার বিয়েতে নেচে তোমাকে খুশি করব।”
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় সব শেষ….বড়সড় বিপর্যয়ের সম্মুখীন মনু ভাকের, খেলরত্ন পুরস্কারের আনন্দ বদলে গেল বিষাদে
আর সেই কারণেই এবার রিঙ্কু সিংয়ের (Rinku Singh) বিয়েতে শাহরুখ নাচতে পারেন বলি জল্পনা শুরু হয়েছে। রিঙ্কুর বিয়ের প্রসঙ্গে তাঁর বাবা খানচাঁদ জানান, শীঘ্রই সম্পর্ক চূড়ান্ত হবে। বিয়ে হবে লখনউতে। রিসেপশন হবে দিল্লি ও আলিগড়ে। তিনি জানান, সম্প্রতি প্রিয়ার বাবা বিধায়ক তুফানি সরোজ তাঁদের নতুন বাড়িতে এসেছিলেন। সেখানে এই সম্পর্ক নিয়ে আলোচনা হয়। যদিও বাগদান সম্পন্ন হয়নি বলে তিনি জানান।
আরও পড়ুন: প্রথমে হুমকি, পরে বন্ধুত্ব! পালটি খেয়ে এবার চিনের প্রতি অনুরাগ ট্রাম্পের, চাপে পড়বে ভারত?
তিনি আরও বলেন, “রিঙ্কু (Rinku Singh) কিছু বলতে রাজি হয়নি। বিয়ের ব্যাপারে সে বেশি কিছু বলেনি।” এদিকে, রিঙ্কু সিংয়ের মা বিনা দেবী জানান, “ছেলের বিয়ে নিয়ে যেখানে আলোচনা চলছে সেখানেই বিয়ে হবে।” তবে, রিঙ্কু কবে বিয়ে করবেন তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে, রিঙ্কু সিং ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের জন্য টিম ইন্ডিয়ায় স্থান পেয়েছেন। তবে, তাঁকে ODI দলে রাখা হয়নি বা চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তিনি স্থান পাননি।