এই কারণে দ্বিতীয় টেস্ট খেলবেন না শাকিব? চেন্নাইতে হারের পর ফের বড় ধাক্কার সম্মুখীন বাংলাদেশ

বাংলা হান্ট ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে সম্পন্ন হবে। তবে, এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কার মুখে পড়তে পারে বাংলাদেশ। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)।

চোটের সম্মুখীন শাকিব (Shakib Al Hasan):

মূলত, চেন্নাইতে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন তিনি তাঁর আঙুলে চোট পান। যার ফলে শাকিব আল হাসানের (Shakib Al Hasan) পক্ষে দ্বিতীয় টেস্টে খেলা এখন খুব কঠিন হয়ে পড়েছে। ক্রিকবাজের খবর অনুযায়ী, ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাহের বলের আঘাতে আঙুলে আঘাত পান শাকিব আল হাসান। এজন্য তাঁর চিকিৎসাও করা হয়েছে। তবে, দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট হয়নি।

ক্রিকবাজের মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন সদস্য বিষয়টির পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, “আমরা কানপুর যাচ্ছি। মঙ্গলবার ছুটির দিন। এরপর আরও দু’টি সেশন বাকি থাকবে এবং তারপরই জানা যাবে শাকিব আল হাসান (Shakib Al Hasan) দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন কি না। আমরা এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে চাই না।”

আরও পড়ুন: ফের অনুরাগীদের মন জয় করলেন মাহি! CSK-র জন্য নিলেন বড় সিদ্ধান্ত, জানলে হবেন খুশি

চেন্নাই টেস্টের আগে ফিট ছিলেন সাকিব আল হাসান: এদিকে, বিষয়টির পরিপ্রেক্ষিতে বড় তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হানান সরকার। তিনি বলেছেন যে চেন্নাইতে টেস্ট ম্যাচের আগে শাকিব আল হাসান (Shakib Al Hasan) ফিট ছিলেন এবং প্রথম টেস্ট ম্যাচেই তিনি চোটের সম্মুখীন হন। তিনি বলেন, “আমরা জানি তাঁর হাতে যে সমস্যা হচ্ছে সেই বিষয়ে কথা বলা হচ্ছে। ম্যাচের আগে তাঁর কোনও সমস্যা ছিল নান কিন্তু, অনেকে তা বিভিন্নভাবে বর্ণনা করেন।”

আরও পড়ুন: বাংলাদেশকে হারানোর পরেই চমক অশ্বিনের! করলেন বিরাট ঘোষণা, অনুরাগীদের দিলেন সুখবর

তিনি আরও জানান, “ম্যাচের আগে ফিজিও সাকিবকে খেলতে পারবেন বলে ১০০ শতাংশ ছাড়পত্র দিয়েছিলেন। সে সময় তিনি ফিট ছিলেন। তাঁর আঙুলে যে সমস্যা হয়েছে তা ম্যাচের আগে ছিল না। বোলিং শুরু করার পর এই সমস্যার সম্মুখীন হন তিনি।” এমতাবস্থায়, সামগ্রিকভাবে শাকিব আল হাসান (Shakib Al Hasan) দ্বিতীয় টেস্ট ম্যাচে না খেললে সেটা যে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর