বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League) ২০২৫-এর আগে মেগা নিলামের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়েছে। এবারের মেগা নিলামে একাধিক বড় খেলোয়াড় অংশ নিচ্ছেন। যাঁদের মধ্যে রয়েছেন ঋষভ পন্থ থেকে শুরু করে শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের মতো তারকারা। তবে, নিলামের আগে এই বড় খেলোয়াড়দের নিয়ে কোন কোন দল বাজি ধরতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সেই রেশ বজায় রেখেই এবার এমন একটি আপডেট সামনে এসেছে যেটি চমকে দেবে সবাইকেই।
KKR-এর হয়ে ফের IPL (Indian Premier League) খেলবেন শ্রেয়স?
জানিয়ে রাখি যে, ২০২৪ সালের IPL (Indian Premier League)-এ চ্যাম্পিয়ন হয় KKR। ওই দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। তবে, নিলামের আগে দলগুলির তরফে জারি হওয়া রিটেনশন লিস্টে দেখা গিয়েছে যে আইয়ারকে কলকাতা এবার ছেড়ে দিয়েছে। তবে, টিম ইন্ডিয়ার তারকা স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিন আয়োজিত মক নিলামে শ্রেয়স আইয়ারকে আবার কলকাতা নাইট রাইডার্সে ফিরতে দেখা গেছে। শুধু তাই নয়, সেখানে আইয়ারের দাম উঠেছে ৯.৫ কোটি টাকা।
‘Ash ki Baat’ HINDI Dosthon, who were the Hot Indian spinners of our mock auctions? E1 of ‘Top 25 Costliest Buys’ of our mock auction is here. Premiers at 11. HINDI SHOW.https://t.co/ZpgzZEG71h pic.twitter.com/QXGZAa9Kup
— Winning Bid: The Ultimate Auction Show (@crikipidea) November 17, 2024
এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই এই সামগ্রিক বিষয়টি ক্রিকেট অনুরাগীদের জন্য অত্যন্ত চমকপ্রদ হিসেবে বিবেচিত হয়েছে। এর একটাই কারণ, KKR আইয়ারকে ধরে রাখেনি। বরং, IPL (Indian Premier League) ২০২৫-এর জন্য, কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেল থেকে শুরু করে সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে ধরে রেখেছে।
আরও পড়ুন: দেশের মধ্যে হু হু করে এগিয়ে চলেছে এই শহর! তৈরি হচ্ছে বিপুল কোম্পানি, কেমন পরিস্থিতি কলকাতার?
আইয়ার দিল্লিতে প্রবেশ করতে পারেন: এদিকে, মেগা নিলামের আগে শ্রেয়াস আইয়ারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা জল্পনা। একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে দিল্লি ক্যাপিটালস এবার মেগা নিলামে শ্রেয়াস আইয়ারকে কিনতে প্রস্তুত। পাশাপাশি এটাও দাবি করা হচ্ছে যে, এবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করতে দেখা যাবে আইয়ারকে।
আরও পড়ুন: চলে এল বড় আপডেট! প্রথম টেস্টে কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন? জানালেন ক্যাপ্টেন বুমরাহ
অন্যদিকে, দিল্লিও তাঁর অধিনায়ক ঋষভ পন্থকে মেগা নিলামের আগে ছেড়ে দিয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই দিল্লির এখন একজন দুর্দান্ত অধিনায়ক দরকার। যেখানে শ্রেয়স আইয়ার তাঁদের পক্ষে সঠিক বিকল্প হিসবে প্রমাণিত হতে পারেন।