অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মারার মাশুল গুনছেন, ১০ বছরের জন‍্য নির্বাসিত অভিনেতা উইল স্মিথ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: উইল স্মিথের (Will Smith) অস্কারের মঞ্চে চড় মারার ঢড় বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত চর্চা অব‍্যাহত। স্ত্রী জাডা পিঙ্কেটের রোগ নিয়ে রসিকতা করার অপরাধে ভরা মঞ্চে সঞ্চালক ক্রিস রককে ঠাঁটিয়ে থাপ্পড় মারেন উইল। তোলপাড় পড়ে গিয়েছিল এই ঘটনায়। তার শাস্তি স্বরূপ এবার ১০ বছরের জন‍্য অস্কার থেকে নির্বাসিত করা হল স্মিথকে।

উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট ‘অ্যালোপেশিয়া’ নামে একটি রোগে আক্রান্ত। তাই তাঁর চুল একেবারেই ছোট করে ছাঁটা। এদিন অস্কারের মঞ্চে সঞ্চালক ওই প্রসঙ্গ টেনেই বলেন, জি আই জেন ছবিতেও ডেমি মুর এমনি ছোট করে চুল কেটে রেখেছিলেন। তাই যদি জি আই জেনের সিক‍্যুয়েল আসে তবে জাডাই অভিনয় করবেন।


বিষয়টা বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগেছিল দর্শকদের। সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে ক্রিসকে ঠাঁটিয়ে একটা চড় কষান স্মিথ। আসনে ফিরে এসে চিৎকার করে বলেন, “নিজের নোংরা মুখে আমার স্ত্রীর নাম উচ্চারণ করবে না!”

যদিও সে সময়ে ঝোঁকের বশে কাণ্ডটা ঘটিয়ে বসলেও পরের দিনই সর্বসমক্ষে ক্রিস রক ও অ্যাকাডেমির কাছে ক্ষমা চান স্মিথ। নিজের সদস‍্যপদও ছেড়ে দেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। স্মিথের আচরণের জন‍্য অ্যাকাডেমি থেকে তাঁকে ১০ বছরের জন‍্য নির্বাসনের কথা ঘোষনা করা হয়।

শোনা গিয়েছিল, নিজের কৃতকর্মের জেরে সেরা অভিনেতার অস্কারটি ফেরত দিতে হতে পারে স্মিথকে। কিন্তু সেই দুর্গতি না হলেও যে শাস্তি তিনি পেলেন তাও বড় কম নয়। অ্যাকাডেমি থেকে ১০ বছরের জন‍্য নিষিদ্ধ হয়ে যাওয়ায় কোনো অনুষ্ঠানেই সশরীরে বা ভার্চুয়াল মাধ‍্যমে উপস্থিত থাকতে পারবেন না অভিনেতা।

কিন্তু যার জন‍্য এত কাণ্ড, সেই জাডা কিন্তু আগেভাগেই নিজের পিঠ বাঁচিয়ে নিয়েছেন। তাঁর বক্তব‍্য, এই কাজটা তিনি করেননি আর করতেও পারেন না কখনো। কাণ্ডটা ঝোঁকের বশে ঘটিয়েছেন স্মিথ। তাই তাঁর এ বিষয়ে কোনো বক্তব‍্য নেই।

X