স্ত্রীর রোগ নিয়ে অসভ‍্য রসিকতা, অস্কারের মঞ্চে সঞ্চালককে ঠাঁটিয়ে থাপ্পড় মারলেন উইল স্মিথ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একটা সুন্দর অনুষ্ঠানের মাঝে বাজে ঘটনার জন‍্য স্মরণীয় হয়ে গেল ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। হলিউড অভিনেতা উইল স্মিথের (Will Smith) কাছে সপাটে চড় খেলেন কমেডিয়ান সঞ্চালক ক্রিস রক। অভিনেতার স্ত্রীকে নিয়ে অভব‍্য রসিকতা করায় ভরা মঞ্চেই সঞ্চালকের গালে চড় কষিয়ে দেন স্মিথ।

রবিবার ছিল অস্কার ২০২২ এর পুরস্কার প্রদর্শনী অনুষ্ঠান। সেরা ডকুমেন্টরি পুরস্কারের জন‍্য বিজেতার নাম ঘোষনা করছিলেন কমেডিয়ান ক্রিস রক। হাস‍্যরসের মোড়কে দিব‍্যি চলছিল সঞ্চালনা। নিজের আসনে বসে হাসছিলেন স্মিথও। আচমকাই কাটল তাল। স্মিথের স্ত্রীকে নিয়ে একটি কুরুচিকর রসিকতা করে বসেন ক্রিস‌।


এরপরে দর্শকের আসনে আর শান্ত হয়ে বসে থাকতে পারেননি‌ অভিনেতা। সোজা মঞ্চে উঠে সপাটে থাপ্পড় মেরে বসেন ক্রিসের গালে। ঘটনার আকস্মিকতায় চমকে উঠেছিলেন উপস্থিত দর্শক থেকে টিভির এপারে থাকা দর্শকরাও। বিষয়টা স্বতঃস্ফূর্ত নাকি গোটাটাই পূর্ব পরিকল্পিত সেটাই বুঝে উঠতে পারছিলেন না অনেকে।

আসলে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট ‘অ্যালোপেশিয়া’ নামে একটি রোগে আক্রান্ত। এই রোগে দ্রুত চুল পড়ে যায়। তাই একেবারে ছোট ছোট করে চুল কেটে রাখেন জাডা। এদিন অস্কারের মঞ্চে সঞ্চালক বলেন, জি আই জেন ছবিতেও ডেমি মুর এমনি ছোট করে চুল কেটে রেখেছিলেন। তাই যদি জি আই জেনের সিক‍্যুয়েল আসে তবে জাডাই অভিনয় করবেন।

বিষয়টা বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগেছিল দর্শকদের। সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে ক্রিসকে ঠাঁটিয়ে একটা চড় কষান স্মিথ। আসনে ফিরে এসে চিৎকার করে বলেন, “নিজের নোংরা মুখে আমার স্ত্রীর নাম উচ্চারণ করবে না!”

হলিউড সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, এই ঘটনায় নাকি ভেঙে পড়েছিলেন উইল স্মিথ। বিরতির সময় অন‍্য অভিনেতারা তাঁকে শান্ত করেন। ২০২২ অস্কারে ‘কিং রিচার্ড’ ছবির জন‍্য প্রথম বার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন স্মিথ। তখন অবশ‍্য অভিনেতার কাছ ক্ষমা প্রার্থনা করেন ক্রিস রক।

X