রাতারাতি চ্যানেল বদল, “বস” হয়ে নতুন শোতে সৌরভ! ‘দাদাগিরি’র সঞ্চালক পরিবর্তন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনে যতগুলি নন ফিকশন শো রয়েছে, তাদের মধ্যে ‘দাদাগিরি’র নাম না করলেই নয়। জি বাংলায় একের পর এক সফল সিজন এনে দাদাগিরি এখন প্রত্যেকটা বাঙালির মুখে মুখে ঘোরে। ক্রিকেটের বাইশ গজ থেকে সঞ্চালনায় পা রেখেই এমন সাফল্য বাস্তবিকই প্রশ্নাতীত। কিন্তু তা করে দেখিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু আসন্ন সিজনে শোতে তাঁর উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভিন্ন চ্যানেলের রিয়েলিটি শোতে সৌরভ (Sourav Ganguly)

আসলে বেশ কিছুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল, আবারও বাংলার ‘বিগ বস’ নিয়ে ফিরছেন সৌরভ (Sourav Ganguly)। এবার সেই জল্পনাই সত্যি হয়ে দেখা দিল। চ্যানেল বদলাচ্ছেন ‘দাদা’। নতুন শোয়ের জন্য স্টার জলসায় পা রাখতে চলেছেন তিনি। সেখানেই নাকি শুরু হতে চলেছেন বাংলার বিগ বস, যেখানে সঞ্চালক হিসেবে দেখা যাবে সৌরভকে (Sourav Ganguly)।

Will sourav ganguly leave dadagiri

দাদাগিরি’র কী হবে: আর এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, দাদাগিরির কী হবে তাহলে? দাদাগিরিতে সৌরভকে (Sourav Ganguly) দেখেই কার্যত অভ্যস্ত হয়ে গিয়েছেন দর্শকরা। কিন্তু তিনি কি এবার থেকে দাদাগিরিতে থাকবেন না? গুঞ্জন শোনা যাচ্ছে, দুটি শোই নাকি একসঙ্গে সামলাবেন সৌরভ (Sourav Ganguly)। তবে দাদাগিরিতে বেশ কিছু বদল আসবে বলে খবর। যদিও কী কী পরিবর্তন হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

আরো পড়ুন : মিছেই বদনাম সলমন, আসল “কালপ্রিট” ঐশ্বর্য! দাদার হয়ে মুখ খুললেন ভাই আরবাজ

সৌরভই সেরা সঞ্চালক: এর আগে সৌরভকে (Sourav Ganguly) বহুবার বলতে শোনা গিয়েছে, তিনি সঞ্চালনা করতে পারবেন তা কোনোদিন ভাবেননি। তিনি যে একটানা এত কথা বলে যেতে পারেন সেটাই নাকি কখনো ভাবেননি। বাস্তবিকই সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) ছাড়া দাদাগিরি কার্যত অসম্পূর্ণ। দীর্ঘ ৯ টি সিজন ধরে দাদাগিরির সঞ্চালনা করেছেন সৌরভ। মোট দশটি সিজনের মধ্যে একটিতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। কিন্তু দর্শক তেমন ভাবে গ্রহণ করতে পারেননি তাঁকে। ফলত আবারও ফেরত আসেন সৌরভ।

আরো পড়ুন : হাত বাড়ালেই ছোঁয়া যাবে, লাগবে না এক টাকাও! শ্রেয়ার কনসার্ট টিকিটের সর্বোচ্চ দাম কত জানেন?

প্রসঙ্গত, এর আগে ইটিভি বাংলায় সম্প্রচারিত হত বাংলার বিগ বস। কিন্তু দুটি সিজনের পর সেটি বন্ধ হয়ে যায়। এবার চ্যানেল বদলে নতুন রূপে ফিরছে সেই শো। তবে সেখানেও কোনো বদল আসবে কিনা সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X