বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। এদিকে এই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের তালিকায় যাদের নাম রয়েছে, তাঁদের অনেকেই ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার দায়িত্বে ছিলেন। এবার চাকরি বাতিলের রায়ের পর সেসব ‘খাতা দেখা’র কী হবে?
সুপ্রিম-রায়ে বাতিল হয়েছে ২৫,৭৫৩ জনের চাকরি (SSC Recruitment Scam)!
২০২৫ সালের মাধ্যমিক শেষ হয়েছে বেশ অনেকটা সময় হয়ে গেল। ইতিমধ্যেই মূল্যায়নের প্রক্রিয়াও প্রায় শেষ। শিক্ষক-শিক্ষিকারা মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করে তা পর্ষদের নানান আঞ্চলিক অফিসে জমা করে দিয়েছেন। এর মধ্যেই এসেছে সুপ্রিম-রায়। কলমের খোঁচায় বাতিল হয়েছে প্রায় ২৬,০০০ চাকরি। এই রায়ের প্রভাব কি মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ওপরেও পড়বে?
মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের ওপর শীর্ষ আদালতের রায়ের সেই অর্থে প্রভাব পড়ছে না। খাতা দেখার পর এই মুহূর্তে প্রধান পরীক্ষকরা স্ক্রুটিনির কাজ করছেন বলে খবর।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের কোন বিচারপতির কত সম্পত্তি? ‘সামনে’ আনায় সম্মত সব জাস্টিস
এদিকে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) প্যানেলে চাকরি পাওয়া অনেক শিক্ষকই মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করেছেন। তবে তা জমা পড়ে যাওয়ার কারণে আপাতত কোনও অসুবিধা দেখছে না মধ্যশিক্ষা পর্ষদ। তবে সুপ্রিম-রায়ের পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নানান জেলা থেকে রিপোর্ট চাওয়া হয়েছে বলে খবর।
অন্যান্যবারের মতো এবারও মাধ্যমিকের পরেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। ২০১৬ সালে চাকরি পাওয়া কতজন শিক্ষক-শিক্ষিকা ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করেছেন? এদিন সুপ্রিম কোর্টের রায়ের পরেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) নানান জেলা থেকে এই রিপোর্ট চেয়েছে বলে খবর।
২০১৬ সালের এসএসসি-তে চাকরি পাওয়া বহু শিক্ষক উচ্চমাধ্যমিকের (Higher Secondary) খাতা দেখেছেন। সেগুলির কী হবে? এই নিয়ে শুক্রবার বৈঠকে বসছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই বিষয়ে তাদের দাবি, আগামী ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।
মনে করা হচ্ছে, এর ফলে আগে চাকরি পাওয়া শিক্ষকদের ওপর অতিরিক্ত খাতা দেওয়ার দায়িত্ব দেওয়া হতে পারে। এবার সেটা কীভাবে হবে সেটা নিয়ে আগামীকাল বৈঠকে আলোচনা করা হবে বলে অনুমান।
এদিকে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) কথা বলা হলে, গত বছরই সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। এতদিন শীর্ষ আদালতে ঝুলে ছিল প্রায় ২৬,০০০ চাকরি। এদিন উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত।