চমকের পর চমক! এবার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হবেন সূর্যকুমার যাদব? বড় প্রতিক্রিয়া দিলেন SKY

বাংলা হান্ট ডেস্ক: ভারত এবং বাংলাদেশের মধ্যে ৩ টি T20 ম্যাচের সিরিজ আগামী ৬ অক্টোবর তথা রবিবার থেকে শুরু হচ্ছে। যেখানে টিম ইন্ডিয়ার নতুন T20 অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে মাঠে নামলে ভারতীয় দল। গত জুলাই মাসেই অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া সূর্যের প্রথম সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। এখন প্রথমবারের মতো, তিনি ভারতের মাটিতে নিয়মিত অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন।

সূর্য (Suryakumar Yadav) বাড়ালেন জল্পনা:

তবে, এই সিরিজের আগেই সূর্যের (Suryakumar Yadav) অধিনায়কত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। মূলত, তিনি হার্দিক পান্ডিয়ার জায়গায় এই দায়িত্ব পেয়েছেন। যিনি গত বছর পর্যন্ত দলের অধিনায়ক ছিলেন এবং T20 বিশ্বকাপেও সহ-অধিনায়ক ছিলেন। এরপর থেকেই আলোচনা শুরু হয় IPL-এর আগামী মরশুমে সূর্য মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে পারেন। তবে, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের ঠিক আগে IPL-এ অধিনায়কত্বের সম্ভাবনা নিয়ে নিজের উত্তর দিয়েছেন সূর্য।

Will Suryakumar Yadav be Mumbai's captain this time.

কি জানালেন সূর্য: গোয়ালিয়রে ম্যাচের একদিন আগে সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের অভিজ্ঞতা এবং IPL-এ অধিনায়কত্ব করার ইচ্ছে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। স্পষ্টতই টিম ইন্ডিয়ার অধিনায়ক সরাসরি কোনও উত্তর দেননি। তবে, তাঁর একটি উত্তরের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি IPL-এও এই দায়িত্ব পালন করতে প্রস্তুত। PTI-এর রিপোর্ট অনুযায়ী, সূর্য বলেছেন যে তিনি এই ভূমিকা উপভোগ করছেন। তারপরে সূর্য মুম্বাই ইন্ডিয়ান্সের কথা উল্লেখ করে জানান, রোহিত শর্মা যখন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন তখনও তাঁকে কিছু পরামর্শ দিতেন।

আরও পড়ুন: অবশেষে তিনি ফিরছেন! এবার বিরাট কারনামার পথে হার্দিক, টেক্কা দেবেন বুমরাহকেও

সূর্য এরপরে যা বলেছিলেন তা ছিল মাত্র দুই থেকে তিন শব্দের। যেটি এটি ইঙ্গিত দেয় যে তিনি অধিনায়কত্বের প্রস্তাব পেয়েছেন বা পেতে পারেন। সূর্য (Suryakumar Yadav) শুধু জানান “বাকিটা দেখা যাক।” এখন প্রশ্ন উঠেছে টিম ইন্ডিয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সেও কি অধিনায়ক পরিবর্তনের প্রস্তুতি চলছে? এই মরশুমে ওই ফ্র্যাঞ্চাইজি হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে সবাইকে অবাক করেছিল। শুধু তাই নয়, রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর প্রচুর হইচই শুরু হয়েছিল এবং ভক্তরাও বিষয়টি ভালোভাবে নেয়নি।

আরও পড়ুন: হয়ে গেল রহস্যের সমাধান! এই কারণে ক্রমশ বাড়ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা, জানলে উঠবেন চমকে

তবে, শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে নয়, আরও কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও সূর্যের (Suryakumar Yadav) যোগাযোগ নিয়ে জল্পনা চলছে। এমনও দাবি করা হয়েছে যে কলকাতা চলতি বছরের চ্যাম্পিয়ন হলেও শ্রেয়াস আইয়ার মুম্বাইতে যেতে পারেন এবং সূর্যকে কলকাতায় এনে অধিনায়ক করা হতে পারে। এছাড়াও, লখনউ সুপার জায়ান্টসের সাথে যোগাযোগের খবরও পাওয়া গেছে। যারা কেএল রাহুলের পরিবর্তে নতুন অধিনায়ক খুঁজছে। এমতাবস্থায়, সূর্য আদৌ দল পরিবর্তন করেন কিনা কিংবা অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব পান কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর