বাংলা হান্ট ডেস্কঃ ‘বহিরাগত’ তকমায় তাঁকে একাধিকবার বিদ্ধ করা হয়েছে। চব্বিশের লোকসভা নির্বাচনেও (Lok Sabha Election 2024) এই ইস্যু নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এবার বাংলার বুকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী (Narendra Modi) বললেন, ‘আমার কপালে এত ভালোবাসা জোটে না। মনে হয় আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম। কিংবা পরের জন্মে আমি বাংলায় জন্ম নিতে চলেছি’।
এদিন মোদীর মালদার (Maldah) সভায় উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। ‘মোদী’, ‘মোদী’ চিতকারে কানা পাতা দায়। বহুবার মাঝপথে ভাষণও থামাতে হয়েছে প্রধানমন্ত্রীকে। উপস্থিত জনতার উদ্দেশে আবেদন করেন, ‘আমায় একটু বলতে দিন, একটু শান্ত হয়ে শুনুন’। পর মুহূর্তেই আবার সমর্থকদের ভালোবাসা দেখে বলে ওঠেন, ‘আপনাদের এই উৎসাহ, ভালোবাসা আমি মাথায় করে রাখব। আপনারা আমায় এত ভালোবাসছেন, মনে হচ্ছে আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। নাহলে পরজন্মে আমি বাংলার মায়ের গর্ভে জন্ম নিতে চলেছি। আমার কপালে এত ভালোবাসা জোটে না’।
আজ বাংলার শিল্প, সংস্কৃতি, দর্শন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, একটা সময় শিল্প, সংস্কৃতি, দর্শন সবকিছুতে এগিয়ে ছিল বাংলা। তবে এখন ক্রমশ পিছিয়ে পড়ছে। প্রধানমন্ত্রীর আশ্বাস, ‘আমার বাংলাকে এভাবে আমি ভেঙে পড়তে দেব না। আপনাদের এত ভালোবাসা আমি কিছুতেই ব্যর্থ হতে দেব না। আমি এই ভালোবাসা ফিরিয়ে দেব’।
আরও পড়ুনঃ ২৫,৭৫৩ চাকরি বাতিলের মাঝেই ২৫০ চাকরিপ্রার্থীর নিয়োগ নির্দেশ! হাই কোর্টের রায়ে কপাল খুলল কাদের?
মালদার জনসভায় বাংলার প্রতি প্রধানমন্ত্রীর আবেগ, ভালোবাসা দেখে আপ্লুত হয়ে পড়েছেন অনেকেই। তবে ওয়াকিবহাল মহলের অনুমান, শুধুই আবেগ নয়, বরং এর নেপথ্যে ভোট অঙ্কও রয়েছে। ‘বহিরাগত’ তকমা ঝেড়ে ফেলতেই এমন মন্তব্য বলে অনুমান অনেকের।
একুশের বিধানসভা ভোটের মতো চব্বিশেও ‘বহিরাগত’ ইস্যু নিয়ে সরব তৃণমূল। এবার রাজ্যের শাসক দলের স্লোগান, ‘তৃণমূলের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’। বিজেপিকে ‘বাংলা বিরোধী’ হিসেবে তুলে ধরতে কোনও ত্রুটি রাখতে চাইছে না জোড়াফুল শিবির। তৃণমূলের সেই অস্ত্রকে ‘ভোঁতা’ করে দিতেই মোদীর এই মন্তব্য বলে অনুমান।