চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে টিম ইন্ডিয়া? PCB প্রধান দিলেন বড় বিবৃতি

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজন করা হবে। এজন্য পাকিস্তানে ব্যাপক প্রস্তুতি চলছে এবং কয়েকটি স্টেডিয়ামে নির্মাণ কাজও চলছে। তবে, ওই টুর্নামেন্টে ভারতীয় দল পাকিস্তানে যাবে কি না, সেদিকেই সবার নজর রয়েছে। দুই দেশই দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এদিকে, এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতেও অস্বীকার করেছিল ভারত। এই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টিম ইন্ডিয়ার অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়।

পাকিস্তানে সম্পন্ন হবে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy):

এদিকে, এই আবহেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভির একটি বড় বিবৃতি সামনে এসেছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ওই বিবৃতির মাধ্যমে তিনি আস্থা প্রকাশ করেছেন যে, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) খেলতে পাকিস্তানে আসবে।

Will Team India go to Pakistan to play the ICC Champions Trophy.

জানিয়ে রাখি যে, ভারত শেষবার এশিয়া কাপের জন্য ২০০৮ সালে পাকিস্তান সফর করেছিল। এরপর থেকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের কারণে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। যার প্রভাব দেখা যায় ক্রীড়া ক্ষেত্রেও। এই দুই দেশের ক্রিকেট সম্পর্ক তিক্ত হয় এবং পাকিস্তানি খেলোয়াড়দের IPL থেকেও নিষিদ্ধ করা হয়। এদিকে, পাকিস্তানে ভারতের খেলতে না যাওয়ার প্রসঙ্গে, মনে করা হচ্ছে গত বছরের এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও (ICC Champions Trophy) হাইব্রিড মডেলে আয়োজন করা যেতে পারে। তবে, PCB প্রধান এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন যে ভারত অবশ্যই ওই টুর্নামেন্টে খেলতে পাকিস্তানে যাবে।

আরও পড়ুন: ভারতে এসেই সুর নরম! পর্যটকদের উদ্দেশ্যে মলদ্বীপে বেড়াতে যাওয়ার আর্জি মুইজ্জুর, জানালেন…..

কি জানিয়েছেন পিসিবি প্রধান: লাহোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে মহসিন নকভি জানিয়েছেন যে, “ভারতীয় দলের আসা উচিত। আমি মনে করি না যে তারা এখানে আসার পরিকল্পনা বাতিল বা স্থগিত করবে এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব দলকে স্বাগত জানাবো। স্টেডিয়ামগুলিও ম্যাচের আয়োজনের জন্য প্রস্তুত থাকবে। সময়সূচি অনুযায়ী এবং টুর্নামেন্টের (ICC Champions Trophy) পর বাকি সমস্ত কাজ সম্পন্ন করা হবে।”

আরও পড়ুন: অপ্রতিরোধ্য হার্দিক! ভেঙে দিলেন কোহলির দুর্ধর্ষ রেকর্ড, গড়লেন “বিরাট” নজির

জানিয়ে রাখি যে, চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত সম্পন্ন হবে। এখনও চূড়ান্ত সূচি ঘোষণা না হলেও PCB তার ড্রাফট শিডিউল ICC-তে পাঠিয়েছে। এমতাবস্থায়, ICC শেষ পর্যন্ত কবে সূচি ঘোষণা করে এবং পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ভারতীয় দলের মনোভাব ঠিক কি হয় সেটাই এখন দেখার বিষয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর