ক্রমশ চরমে উঠছে বিতর্ক! এবার স্থগিত হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি? সামনে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিকে (ICC Champions Trophy) ঘিরে এখনও শঙ্কার মেঘ ঘনিয়ে রয়েছে। ICC হাইকমান্ড এই বিষয়ে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। শুধু তাই নয়, এখন এমনও খবর সামনে আসছে যে এই টুর্নামেন্টটি আগামী কয়েকদিনের মধ্যে সম্পন্ন হতে চলা মিটিংয়ের আলোচ্য সূচিতেও থাকবে না। ওই বৈঠক কবে সম্পন্ন হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া না গেলেও সূত্রকে উদ্ধৃত করে ক্রিকবাজ জানিয়েছে, ICC-র বৈঠক হতে পারে আগামী ৫ ডিসেম্বর।

এবার স্থগিত হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)?

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ICC-র নতুন প্রেসিডেন্ট জয় শাহের সভাপতিত্বে এটিই হবে প্রথম বৈঠক। জয় শাহ গত ১ ডিসেম্বর এই দায়িত্ব নেন। এদিকে, ICC গত ১ ডিসেম্বর জারি করা বিবৃতিতে বলেছিল যে, তারা নতুন সভাপতি জয় শাহকে স্বাগত জানাচ্ছে। পাশাপাশি, তাঁর আগমনে বিশ্ব ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হবে বলেও আশা প্রকাশ করে ICC।

Will the ICC Champions Trophy be postponed.

৫ ডিসেম্বর বৈঠকে কি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হবে না আলোচনা: জানা গিয়েছে যে, জয় শাহ আগামী ৫ ডিসেম্বর ভার্চুয়াল বোর্ড মিটিং ডাকতে পারেন। যদিও ওই মিটিংয়ের কোনও সুনির্দিষ্ট এজেন্ডা থাকবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সেই বিষয়েও কিছু জানা যায়নি। ভারতীয় দল পাকিস্তানে খেলতে অস্বীকার করার পর চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে বারংবার অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে। তবে রিপোর্ট বলা হয়েছে, পাকিস্তান হাইব্রিড ফর্মুলা গ্রহণের বিষয়টি মেনে নিলেও এর জন্য একটি শর্ত রয়েছে।

আরও পড়ুন: অনেকের সারাজীবনের উপার্জন এত নয়! মুকেশ কন্যা ইশার মাসিক বেতন কত টাকা? সামনে এল বড় তথ্য

PCB-র প্রস্তাব মানতে রাজি নয় BCCI: পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা PCB অনুসারে, তারা এই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে খেলতে প্রস্তুত, সেক্ষেত্রে ২০৩১ সাল পর্যন্ত ভারতে সম্পন্ন হতে চলা সমস্ত ICC ইভেন্টগুলিতে BCCI-কেও হাইব্রিড মডেলটি গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: রয়েছে একাধিক কারণ! রাহানে অধিনায়ক হলে চূড়ান্ত ব্যর্থ হবে KKR, জানলে আপনিও হবেন “থ”

এর মানে হল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) যেভাবে ভারত-পাকিস্তানের ম্যাচগুলি দুবাইয়ে করতে বলা হয়েছে, ঠিক একইভাবে ভারতে ICC ইভেন্টের সময়ে পাকিস্তানের ম্যাচগুলি কলম্বো বা অন্য কোনও নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে হবে। তবে, এখনও পর্যন্ত BCCI-এর পক্ষ থেকে এমন কোনও ইঙ্গিত দেখা যায়নি যা থেকে বোঝা যায় যে BCCI, PCB-র এমন প্রস্তাব মেনে নিতে প্রস্তুত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর