LPG-র দাম নিয়ে বড় বয়ান স্বয়ং মুখ্যমন্ত্রীর! নির্বাচনের আগেই ২০০ টাকা কমবে দাম? কি জানালেন তিনি?

বাংলা হান্ট ডেস্ক: আর মাসকয়েক পরেই হতে চলেছে হাইভোল্টেজ লোকসভা ভোট। তার আগে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাজনৈতিক দলগুলির তরফে। পাশাপাশি, জনসাধারণকে আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিশ্রুতিও প্রদান করছে সরকার। তবে, ঠিক এই আবহেই বড় মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রান্নার গ্যাস অর্থাৎ LPG সিলিন্ডারের দামের প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

ঠিক কি জানিয়েছেন তিনি: মূলত, রান্নার গ্যাসের (Gas Cylinder) দাম আরও কিছুটা কমতে পারে বলে দাবি করলেও তিনি তোপ দাগেন কেন্দ্রের বিরুদ্ধে। মমতা স্পষ্ট জানেন যে, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই LPG-র দাম কমানোর সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। অর্থাৎ, সাধারণ মানুষকে আকৃষ্ট করতে এটা বিজেপির একটা পন্থা বলেও দাবি করেন তিনি।

Will the price of LPG be reduced by 200 rupees before the elections
মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেন, “গ্যাসের দাম কতটা বেড়েছিল? প্রায় ১,১০০ টাকার কাছে পোঁছেছিল। ভোট আছে বলে ২০০ টাকা দাম কমিয়েছে। আরও ২০০ টাকা কমাবে। তারপর যেই ভোট হয়ে যাবে, দেখবেন ৮০০ টাকা দাম বাড়িয়ে দেবে। গ্যাস কিন্তু তখন গ্যাস বেলুন হয়ে যাবে। চুলোতে রান্না করতে গেলে, কেরোসিন কোথায় পাবেন? কেরোসিনের দামও আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদের আবার ঘুঁটে আর কাঠকয়লা বানাতে হবে। এগুলো দিয়েই রান্না করতে হবে।”

আরও পড়ুন: ১৮ লক্ষ ইট দিয়ে মুসলিম দেশে তৈরি হল হিন্দু মন্দির, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, শুরু কাউন্টডাউন

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। এমতাবস্থায় পরিসংখ্যান অনুযায়ী গত বছরের অগাস্ট মাসে ২০০ টাকা দাম কমানো হয়েছিল গ্যাসের। যার পর থেকে রান্নার গ্যাসের দাম দিল্লিতে কমে হয়েছে ৯০৩ টাকা। পাশাপাশি কলকাতায় এই দাম ৯২৯ টাকা, চেন্নাইতে ৯১৮.৫০ টাকা এবং মুম্বাইতে এই দাম দাঁড়িয়ে রয়েছে ৯০২.৫০ টাকায়।

আরও পড়ুন: মদ খেয়ে স্কুলে শিক্ষক, মাতাল হয়ে হারালেন হুঁশ! ভাইরাল ভিডিও দেখে অবাক সবাই

পাশাপাশি, অগাস্ট মাস থেকে ১৪.২ কেজি ভর্তুকিহীন LPG গ্যাস সিলিন্ডারের দাম প্রায় একই থাককেও চলতি মাসের শুরুতেই বৃদ্ধি পেয়েছে ভর্তুকিহীন ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আপাতত কলকাতায় এই সিলিন্ডারের দাম হল ১,৮৮৭ টাকা। মুম্বাইতে এই দাম হল ১,২৩৯.৫ টাকা। পাশাপাশি, চেন্নাই এবং দিল্লিতে এই গ্যাসের দাম হল ১,৯৩৭ টাকা এবং ১,৭৬৯.৫ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর