১৮ লক্ষ ইট দিয়ে মুসলিম দেশে তৈরি হল হিন্দু মন্দির, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, শুরু কাউন্টডাউন

বাংলা হান্ট ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি বৃহৎ মন্দিরের উদ্বোধনের বিষয় উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে, সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয় তা হল, এবার একটি মুসলিম দেশে ওই বিশাল হিন্দু মন্দির তৈরি হচ্ছে। পাশাপাশি, ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষের তরফে প্রকাশিত ছবিগুলিতে মন্দিরের জাঁকজমক স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫.৪ হেক্টরেরও বেশি জমিতে নির্মিত ওই হিন্দু মন্দিরটি চলতি মাসেই উদ্বোধন করা হবে। মূলত, আমরা সংযুক্ত আরব আমিরশাহীতে (United Arab Emirates, UAE) নির্মিত BAPS হিন্দু মন্দিরের (BAPS Hindu Mandir) কথা বলছি।

অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ ফেব্রুয়ারিতে আবুধাবিতে আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির উদ্বোধন করতে চলেছেন। রাজধানীর আবু মুরেখা এলাকায় অবস্থিত BAPS হিন্দু মন্দিরটি সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম হিন্দু মন্দির। এছাড়াও, এটি ভারতের বাইরে বৃহত্তম হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি হবে। পাশাপাশি, এই মন্দিরটি পশ্চিম এশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির হিসেবেও বিবেচিত হবে।

এই মন্দিরের স্থাপত্য সম্পর্কে কথা বলতে গেলে জানাতে হয় যে, মন্দিরটিতে সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিটি আমিরশাহীকে প্রতিনিধিত্ব করে সাতটি চূড়া দিয়ে ডিজাইন করা হয়েছে। যেখানে গোলাপি বেলেপাথর এবং মার্বেলের বড় দেওয়াল রয়েছে। এই মন্দিরটি নির্মাণে ৪০,০০০ ঘনমিটার মার্বেল, ১,৮০,০০০ কিউবিক মিটার বেলেপাথর এবং ১৮ লক্ষেরও বেশি ইট ব্যবহার করা হয়েছে। গত তিন বছরে, রাজস্থান এবং গুজরাটের ২,০০০-এরও বেশি কারিগর মন্দিরের জন্য ৪০২ টি সাদা মার্বেল স্তম্ভ খোদাই করেছেন। এই মার্বেল এসেছে ইতালির ম্যাসিডোনিয়া থেকে।

A Hindu temple is being built in this Muslim country

এই মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে একটি বড় অ্যাম্ফিথিয়েটার, একটি গ্যালারি, একটি লাইব্রেরি, একটি ফুড কোর্ট, একটি মজলিস, ৫,০০০ আসনবিশিষ্ট দু’টি কমিউনিটি হল, বাগান এবং শিশুদের খেলার জায়গা রয়েছে। মন্দিরের নকশা বৈদিক স্থাপত্য ও ভাস্কর্য দ্বারা অনুপ্রাণিত হয়েছে। ভারতীয় কারিগরদের দ্বারা এই মন্দিরের জন্য একাধিক ভাস্কর্য এবং খোদাই করা হয়েছে। যা পরে আবুধাবিতে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: কপাল পুড়ল চিনের! স্মার্টফোনের পর ভারতেই ল্যাপটপ তৈরি করবে Samaung, হয়ে গেল ঘোষণা

এমতাবস্থায়, এই মন্দিরটি একটি আকর্ষণীয় আধ্যাত্মিক স্থান হবে। এদিকে, ভারতীয় রাষ্ট্রদূত জানান যে, “আবুধাবির উপকণ্ঠে একটি পাহাড়ের চূড়ায় স্থাপিত এই মন্দিরটি আমাদের পূর্বপুরুষ- মহাত্মা গান্ধী এবং শেখ জায়েদের আকাঙ্ক্ষিত শান্তি ও সহনশীলতার স্থায়ী ঐতিহ্যের প্রমাণ হবে।” রাষ্ট্রদূতের ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে, উদ্বোধনের আগে মন্দিরের স্থাপত্যের ঝলক প্রত্যক্ষ করতে ৪২ টি দেশের রাষ্ট্রদূতদের জন্য গত সোমবার একটি প্রিভিউ ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে স্বাগত বক্তব্যে, রাষ্ট্রদূত সুধীর মন্দির নির্মাণের সমাপ্তির বিষয়ে তাঁর উৎসাহ ভাগ করে নেন। তিনি জানান “এটি অসম্ভব বলে মনে হয়েছিল, কিন্তু স্বপ্নটি সত্যিই বাস্তবে পরিণত হয়েছে।”

আরও পড়ুন: লক্ষ লক্ষ Paytm গ্রাহকদের জন্য দরজা খুলে দিল SBI! RBI-এর নিষেধাজ্ঞার পর বড় পরিকল্পনা ব্যাঙ্কের

পাশাপাশি, BAPS হিন্দু মন্দির প্রকল্পের প্রধান স্বামী ব্রহ্মবিহারীদাস তাঁর মূল বক্তব্যে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব, নির্মাণ প্রক্রিয়া এবং এটির বিশ্বব্যাপী প্রভাব সম্পর্কে তথ্য দেন। তিনি আন্তঃধর্মীয় এবং আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতির একটি শক্তিশালী ভিত্তি হিসাবে মন্দিরের ভূমিকার ওপর জোর দিয়ে সংযুক্ত আরব আমিরশাহী এবং ভারতীয় উভয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর