বড় খবর! এবার সস্তা হবে Jio-Airtel-Vi-র রিচার্জ প্ল্যান, কবে থেকে কমবে দাম?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান যুগে মানুষের কাছে প্রযুক্তি হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্গ। আজ প্রযুক্তি আছে বলেই মানুষ এতটা স্মার্ট হতে পেরেছে। এই প্রযুক্তির হাত ধরে এসেছে মোবাইল থেকে শুরু করে কম্পিউটার ল্যাপটপের মত বিভিন্ন যন্ত্রপাতি। দৈনন্দিন জীবনে ছোট বড় অনেক বিপদের মুশকিল আসান এই যন্ত্রগুলি। গুগল ম্যাপ থেকে শুরু করে অনলাইন ডেলিভারি, সবই মোবাইলের মাধ্যমে হচ্ছে। তবে সবকিছু এত সহজে, চটজলদি হতে পারছে একমাত্র ইন্টারনেটের (Internet) মাধ্যমে। কিন্তু এই নেট তো বিনামূল্যে পাওয়া যায় না, তার জন্য প্রতিমাসে রিচার্জ (Recharge Plan) করতে হয়। আর এই রিচার্জের অঙ্কটা খুব একটা ছোট হয় না। তবে এবার গ্রাহকদের জন্য রইল সুসংবাদ। কারণ রিচার্জের মূল্য হতে পারে সস্তা। এবার প্রশ্ন কবে থেকে কমবে এই মূল্য?

Jio, VI, Airtel-এর রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাম কি কমে যাবে:

সম্প্রতি শোনা যাচ্ছে Jio, Airtel, VI এর মত টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ প্ল্যান (Recharge Plan) কমাতে চলেছে। মূলত এই সবকটি সংস্থাই বেসরকারি সংস্থা। একমাত্র বিএসএনএল ( BSNL) হচ্ছে সরকারি সংস্থা। যদিও বেসরকারি সংস্থাগুলির মত এতটা দ্রুত এবং সহজলভ্য পরিষেবা দিতে পারে না, কিন্তু রিচার্জ প্ল্যান অনেক সস্তা। যার ফলে গ্রাহকরা এখন বিএসএনএলকে ( BSNL) বেশি প্রাধান্য দিচ্ছে। তাই গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে নয়া প্ল্যান বেসরকারি সংস্থাগুলির। জানা গিয়েছে, সরকারি পদক্ষেপের উপর নির্ভর করেই এই মূল্য হ্রাস হতে পারে।

ঠিক কি কারণে দাম কমানো হবে: আসলে দ্য সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) আনুষ্ঠানিকভাবে সরকারকে টেলিকম অপারেটরদের উপর আরোপিত চড়া হারে লাইসেন্স ফি কমানোর বিষয়টি আবেদন করেছে। আর এই আবেদনে সুফল পেতে পারেন বলেও আশা করা হচ্ছে। সত্যিই যদি তাই হয় তাহলে আগামী দিনে গ্রাহকদের বিশেষ উপকার হবে।


Will the price of recharge plan decrease?

এই বিষয়ে টেলিকম অপারেটররা দাবি করেছে, সরকার ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক ব্যবস্থা বিষয়টি নিয়ে যেনো নতুন করে চিন্তা ভাবনা করে। সেই সাথে বলা হয়েছে, এই রাজস্ব, পণ্য ও পরিষেবা কর এবং কর্পোরেট কর দেওয়ার পর প্রযুক্তিগত অগ্রগতির কথা ভাবাই যাচ্ছে না। এমনকি সেই খাতে আর্থিক বিনিয়োগ করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই এই আর্থিক টেলিকম সংস্থাগুলির উপর আর্থিক চাপ কমানোর দাবি করা হয়েছে। তবে সরকার কি পদক্ষেপ তা সুষ্পষ্ট নয়।

আরও পড়ুন: KKR-এর রিটেনশন লিস্টের প্রসঙ্গে সামনে এল বড় আপডেট! শ্রেয়সকে ঘিরে এখনও চলছে জল্পনা

তথ্যসূত্রে জানা গিয়েছে, টেলিকম কোম্পানিগুলির লাইসেন্স ফি মোট রাজস্বের ৮ শতাংশে নেওয়া হয়। যার মধ্যে ৫ শতাংশ কর অনিবার্য। আর এই নিয়েই COAI এমন আবেদন করেছে। এমনকি লাইসেন্স ফি ০.৫ শতাংশ থেকে ১ শতাংশের মধ্যে কমিয়ে আনতে পারে বলে আশা করা হচ্ছে। আর তা কমে গেলে রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দামও কমবে সেই সাথে নেটওয়ার্ক ব্যবস্থা আরো আপগ্রেড হতে পারবে।

আরও পড়ুন: IPL-এ তুলেছিলেন ঝড়! মুম্বাই টেস্টের আগে ভারতীয় দলে এন্ট্রি নিলেন এই দুর্ধর্ষ বোলার

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে প্রত্যেকটি বেসরকারি সংস্থাই রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাম বাড়ায়। দশ, বিশ টাকা নয় একধাক্কায় ১১ থেকে ২৫% ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করে। আর যার ফলে গ্রাহকরা Jio, VI, Airtel ছেড়ে BSNL এর হাত ধরে। তবে এখন আশা করা হচ্ছে, এই আবেদন যদি সরকার মঞ্জুর করে তাহলে রিচার্জ প্ল্যান সস্তা হয়ে BSNL রিচার্জ প্ল্যানের কাছাকাছি গিয়ে দাঁড়াবে। এখন সেই আশায় দিন গুনছে গ্রাহকরা।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর