প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হবে হাওড়া-পুরী বন্দে ভারতের? অবশেষে সামনে এল সেই তারিখ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। পাশাপাশি, ওই ট্রেনের রুটের বিষয়টিও স্পষ্ট হয়ে গিয়েছে। মূলত, হাওড়া থেকে পুরী পর্যন্ত চলাচল করবে ওই ট্রেনটি। ইতিমধ্যেই ওই রুটে বন্দে ভারতের ট্রায়াল রানও শুরু হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারত হলেও ওড়িশার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে।

এমতাবস্থায়, এবার এই ট্রেনের উদ্বোধনের বিষয়ে বড়সড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের চলাচলের জন্য বেশিদিন আর অপেক্ষা করতে হবে না। শুধু তাই নয়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে চলেছে।

এদিকে, সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৬ মে হাওড়া থেকে পুরী রুটের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, ট্রেনটিকে পুরী থেকে সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, সূত্র অনুযায়ী এই কারণে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকদের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও, প্রধানমন্ত্রীর বন্দে ভারতের উদ্বোধনের প্রসঙ্গে এখনই কিছু জানাতে চাননি রেলের আধিকারিকরা। এই প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন, “নতুন বন্দে ভারত এক্সপ্রেস কোন রুটে ছুটবে বা কবে সেই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হবে, তা নিয়ে আমাদের এখনও কিছু জানানো হয়নি।”

vande bharat express around mumbai

৬ মে রয়েছে আরও একটি চমক: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ৬ মে বন্দে ভারতের উদ্বোধনের পেছনে একটি কারণ রয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে কবি সুভাষ-রুবি রুটে মেট্রো যে ছাড়পত্র পেয়েছে সেটির মেয়াদ শেষ হচ্ছে ৬ মে। এমতাবস্থায়, ৬ মে-র মধ্যে ওই মেট্রো লাইনের উদ্বোধন করতে হবে। এমন পরিস্থিতিতে, রাজ্যবাসীকে ওই মেট্রো রুটের পাশাপাশি দ্বিতীয় বন্দে ভারত ট্রেনটিও “উপহার” দিতে চলেছে মোদী সরকার।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X