বাজেট তো ট্রেলার, মধ্যবিত্তদের জন্য বিরাট সুখবর সামনে আনবে RBI? অপেক্ষা ৭ ফেব্রুয়ারির

বাংলা হান্ট ডেস্ক: এবারের বাজেটে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের মধ্যবিত্তদের বড় স্বস্তি দিয়েছেন। শুধু তাই নয়, তিনি বার্ষিক ১২ লক্ষ টাকার আয়ের ওপর জিরো ট্যাক্স ঘোষণা করেছেন। এছাড়াও, TDS-এর ক্ষেত্রে সরকার ৫০,০০০ টাকার সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করে প্রবীণ নাগরিকদের উপহার দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এটি একটি প্রাথমিক স্বস্তি। কারণ, বড় ঘোষণা এখনও আসেনি। যেটি সামনে আনতে পারে RBI (Reserve Bank Of India)।

বড় ঘোষণা করতে পারে RBI (Reserve Bank Of India):

মূলত, RBI (Reserve Bank Of India)-এর মনিটারি পলিসির বৈঠক (MPC) আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হতে চলেছে। এমন পরিস্থিতিতে, গ্রোথ বাড়াতে RBI বড় পদক্ষেপ নিতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার কমাতে পারে। যাতে মধ্যবিত্তরা ঋণের সুদের হার নিয়ে কিছুটা স্বস্তি পেতে পারেন। এই হ্রাস ২৫ বেসিস পয়েন্ট হতে পারে।

এদিকে, সুদের হার কমানো হলে কনজাম্পশান বাড়বে এবং অর্থনৈতিক বৃদ্ধিও শক্তিশালী হবে। একই সাথে, ঋণে স্বস্তি পেল মধ্যবিত্তদের আয় কিছুটা বেশি বাঁচবে। যার মাধ্যমে তাঁরা ব্যাঙ্ক এফডি থেকে শুরু করে সরকারি স্কিম বা অন্যান্য জায়গায় বিনিয়োগ করতে পারবেন।

 Will the Reserve Bank of India bring good news for the middle class.

GDP-তেও নজর দেবে RBI: মতিলাল ওসওয়ালের চেয়ারম্যান রামদেব আগরওয়াল বলেছেন, RBI (Reserve Bank Of India)-এর ফোকাস ৭ শতাংশ GDP বৃদ্ধির দিকে থাকবে। এছাড়াও, ক্রেডিট ফ্লো-র উন্নতিতেও নজর দেওয়া হবে। এমন পরিস্থিতিতে সরকার কনজাম্পশান আরও বাড়াতে সুদের হার কমাতে পারে বলে অনুমান করা হচ্ছে। রামদেব বলেন, এই বাজেট খুবই ভালো এবং বাজেটে কনজাম্পশান বুস্ট করা হয়েছে।

আরও পড়ুন: ভারতের মেয়েরাই গড়লেন ইতিহাস! পরপর দু’বার বিশ্বকাপ জিতে নয়া নজির টিম ইন্ডিয়ার

RBI লিকুইডিটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে: জানিয়ে রাখি যে, সম্প্রতি লিকুইডিটি বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। সিস্টেমে লিকুইডিটি বাড়াতে RBI ৬০,০০০ কোটি টাকার সরকারি সিকিউরিটিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডলার-রুপি সোয়াপ অকশনের মাধ্যমে লিকুইডিটি বাড়ানোর প্রস্তুতিও রয়েছে। এমন পরিস্থিতিতে এটাও বিশ্বাস করা হচ্ছে যে RBI লোন রেট কমিয়ে লিকুইডিটি বাড়াতে পারে।

আরও পড়ুন: হয়ে যান প্রস্তুত! IPL-এ ফের হবে রিঙ্কুর ধামাকা, গড়তে চলেছেন ৩ টি দুর্ধর্ষ রেকর্ড

২০২৩ সালের ফেব্রয়ারি থেকে কোনও পরিবর্তন নেই: প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে সুদের হারে কোনও পরিবর্তন করেনি। এই সময়ের মধ্যে, ১১ বার মনিটারি পলিসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেগুলিতে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। এমন পরিস্থিতিতে এবার স্বস্তি দেওয়ার কথা ভাবছে RBI। বর্তমানে রেপো রেট ৬.৫ শতাংশে স্থিতিশীল রয়েছে। মূলত, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর