এবার হাওড়া থেকে ছুটবে বন্দে ভারত মেট্রো? অবশেষে মুখ খুলল রেল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়ে যে ট্রেনটি আলোচনার শীর্ষে রয়েছে সেটি হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শুধু তাই নয়, অল্প সময়ের মধ্যেই যাত্রীদের কাছেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেন। ইতিমধ্যেই দেশের ১৮ টি রুটে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস।

পাশাপাশি, আমাদের রাজ্যেও চলতি বছরের শুরু থেকেই বন্দে ভারতের চলাচল শুরু হয়েছে। আপাতত, রাজ্যে হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে মোট তিনটি বন্দে ভারত পরিষেবা দিচ্ছে।

   

এদিকে, সম্প্রতি রাজ্যে আরও কয়েকটি বন্দে ভারতের আগমন এবং বন্দে ভারত মেট্রোর পরিষেবা শুরুর প্রসঙ্গে শুরু হয়েছিল তীব্র জল্পনা। এমনকি, বেশ কিছু রুটে বন্দে ভারত চালানোর জন্য রেলের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল বলেও জানা গিয়েছে। পাশাপাশি সেই সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ্যে এসেছিল। যা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও।

সেখানে বলা হয়, রাজ্যের একাধিক রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল রেলের কাছে। এমনকি সেই সম্পর্কিত রূটগুলিও সামনে এসেছিল। যার মধ্যে ছিল হাওড়া-গয়া বন্দে ভারত, হাওড়া-রাঁচি বন্দে ভারত, আসানসোল-বারাণসী বন্দে ভারত, আসানসোল-পুরী বন্দে ভারত এবং মালদা টাউন থেকে পাটনা জংশন পর্যন্ত বন্দে ভারতের প্রসঙ্গ।

তবে, এখানেই শেষ নয়, ওই তালিকায় ছিল বন্দে ভারত মেট্রোর সম্ভাব্য রুটও। যার মধ্যে প্রস্তাবিত রুট হিসেবে আজিমগঞ্জ থেকে হাওড়া, ভাগলপুর থেকে হাওড়া, শিয়ালদহ থেকে লালগোলা, মালদা টাউন থেকে জামালপুর জংশন এবং ভাগলপুর থেকে দেওঘর রূটে বন্দে ভারত মেট্রো চলাচলের প্রসঙ্গ ছিল।

vande bharat express around mumbai

এমতাবস্থায়, এবার আসল সত্যটি সামনে এসেছে। বলা ভালো, সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে রেল। মূলত এই রুটগুলিতে বন্দে ভারত এক্সপ্রেস এবং মেট্রো চালানোর বিষয়ে রেল এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। শুধু তাই নয় এহেন দাবি কে, “বিভ্রান্তিকর” হিসেবেও বিবেচিত করা হয়েছে। পাশাপাশি এই বিভ্রান্তি এড়ানোর জন্য সবাইকে রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তিকেই প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই ভুয়ো খবরগুলি ছড়ানোর তীব্র নিন্দাও করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর