মমতার সভায় ডাক! দিল্লি থেকে রওনা দিলেন ‘এই’ হেভিওয়েট BJP নেতা! তাহলে কি…? জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ রাজনীতির দুনিয়ায় দলবদল কোনও নতুন জিনিস নয়। বঙ্গ রাজনীতিতেও আকছারই দেখা যায় এই চিত্র। গত বছর লোকসভা ভোটের আবহে যেমন বহু রাজনীতিক তৃণমূল (Trinamool Congress) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তেমনই আবার অনেকে পদ্ম শিবির (BJP) ছেড়ে জোড়াফুলে নাম লেখান। নতুন বছর পড়তেই যেমন ফের এক হেভিওয়েটকে নিয়ে মাথাচাড়া দিয়েছে সেই জল্পনা। বিজেপি ছেড়ে কি তিনি তৃণমূলে নাম লেখাতে চলেছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় ডাক পেয়ে দিল্লি থেকে রওনা দিতেই দেখা দিয়েছে সেই প্রশ্ন।

তৃণমূলে (Trinamool Congress) নাম লেখাচ্ছেন ‘এই’ প্রাক্তন বিজেপি সাংসদ?

গত বছর লোকসভা ভোটের পর নৈহাটি, মাদারিহাট সহ রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। একুশের বিধানসভা ভোটে মাদারিহাটে পদ্ম ফুটলেও, উপনির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল। নিজেদের ‘শক্ত ঘাঁটি’ হাতছাড়া হয় পদ্ম শিবিরের। তাৎপর্যপূর্ণভাবে মাদারিহাট উপনির্বাচনের আগে আচমকাই নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা। এরপর থেকেই রাজ্যের শাসক দলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যেতে থাকে।

এদিকে মাদারিহাট আসনে জয়ের পর নতুন বছরে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Trinamool Congress) নেত্রী মমতা। আগামী ২৩ জানুয়ারি হাসিমারায় সভা রয়েছে তাঁর। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন বিজেপি সাংসদকে। জানা যাচ্ছে, সেখানে ডাক পেয়ে রীতিমতো আপ্লুত তিনি। পাশাপাশি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও সরাসরি উড়িয়ে দেননি তিনি।

আরও পড়ুনঃ সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের যুক্তির পর হাইকোর্টে উঠল সলমন খানের প্রসঙ্গ! কী সূত্রে জানেন?

প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা (John Barla) বলেন, ডুয়ার্স এবং চা বাগানের নানান ইস্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। চা বাগানে এখন আর পদ্ম শিবিরের নেতৃত্ব নেই, সেকথাও উল্লেখ করে তিনি বলেন, ডুয়ার্সের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখছেন তিনি।

John Barla was in Trinamool Congress claims Siliguri Mayor Goutam Deb

রিপোর্ট বলছে, মমতার সভার জন্য আমন্ত্রণ পাওয়ার পরেই দিল্লি থেকে রওনা দিয়েছেন জন বার্লা। মঙ্গলবারই সেখান থেকে রওনা দিয়েছেন বলে খবর। এদিকে ইতিমধ্যেই তাঁর দলবদলের জল্পনা মাথাচাড়া দিয়েছে। তাহলে কি এবার তৃণমূলের (Trinamool Congress) পতাকা হাতে তুলে নেবেন এই দাপুটে রাজনীতিক? মুখ্যমন্ত্রীর সভার পর সেই উত্তর মেলে কিনা দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর