হয়ে গেল কনফার্ম! এই তারকা প্লেয়ারকেই অধিনায়ক করতে চলেছে KKR

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এর প্রস্তুতি এখন পুরোদমে চলছে। এবারও এই টুর্নামেন্টে ১০ টি দলকে অংশ নিতে দেখা যাবে। ইতিমধ্যেই BCCI IPL-এর সূচির ঘোষণাও করেছে। তবে এখনও ২ টি দল তাদের অধিনায়ক নির্ধারণ করেনি। দিল্লি ক্যাপিটালস ছাড়াও গতবারের চ্যাম্পিয়ন KKR (Kolkata Knight Riders) অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কে অধিনায়ক হবেন সেই বিষয়টি স্পষ্ট করেনি। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শীঘ্রই দলের নতুন অধিনায়ক ঘোষণা করতে পারে KKR।

কে হবেন KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়ক:

কে হবেন KKR-এর নতুন অধিনায়ক: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছরের IPL-এ শ্রেয়স আইয়ার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব সালেছিলেন। তাঁর নেতৃত্বেই KKR (Kolkata Knight Riders) চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এরপর তাঁকে ছেড়ে দেয় এই ফ্র্যাঞ্চাইজি। এখন শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংসে আছেন এবং তাঁকে ওই দলের নতুন অধিনায়ক করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে KKR নিয়ে। এখনও পর্যন্ত, এই দলের দায়িত্ব কে নেবেন তা এখনও প্রকাশ করা হয়নি।

Will this player be the captain of Kolkata Knight Riders?

যদিও, এই তথ্যও সামনে আসছে যে, KKR (Kolkata Knight Riders)-এর পরবর্তী অধিনায়ক হতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। কলকাতা মেগা নিলামে ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩.৭৫ কোটি টাকা খরচ করে। যদিও KKR-এর অধিনায়ক হওয়ার দৌড়ে অজিঙ্কা রাহানেও রয়েছেন। কিন্তু ইএসপিএনক্রিকইনফো-র রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভেঙ্কটেশ আইয়ারই এই দলের অধিনায়ক হওয়ার জন্য সবথেকে এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন: দেশের ভোল পাল্টে দিতে আম্বানির মাস্টারস্ট্রোক! এই রাজ্যে শুরুর পথে “স্বপ্নের প্রকল্প”

চলতি বছরের ২২ মার্চ থেকে শুরু হবে IPL: প্রসঙ্গত উল্লখ্য যে, এবারের IPL শুরু হতে চলেছে আগামী ২২ মার্চ থেকে। প্রথমদিনেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এদিকে, ভেঙ্কটেশ আইয়ারের খুব বেশি অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই। তবুও KKR দল তাঁকে নিয়েই বাজি ধরতে পারে। দীর্ঘদিন ধরে এই দলের সঙ্গে যুক্ত তিনি। KKR-এর হয়ে ভেঙ্কটেশ আইয়ারের পারফরম্যান্স সম্পর্কে বলতে গেলে জানাতে হয়, এখনও পর্যন্ত তিনি ৫১ টি ম্যাচে ১,৩২৬ রান করেছেন এবং তাঁর এভারেজও বেশ ভালো। ভেঙ্কটেশ আইয়ার তাঁর কেরিয়ারের শুরু থেকেই KKR-এর হয়ে খেলছেন। এমতাবস্থায়, তিনি দলের একজন অত্যন্ত নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে বিবেচিত হন।

আরও পড়ুন: আর মিলবে না ছাড়, টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ফের বড় ঝটকা দিল BCCI! নেওয়া হল বড় সিদ্ধান্ত

IPL ২০২৫-এর জন্য KKR স্কোয়াড: রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, রহমানুল্লাহ গুরবাজ, এনরিক নরখিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কন্ডে, রোভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, স্পেন্সার জনসন, লাভনিথ সিসোদিয়া, আজিঙ্কা রাহানে, অনুকুল রায়, মঈন আলি, ওমরান মালিক।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর