সর্বনাশ! চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই অবসর নেবেন টিম ইন্ডিয়ার এই কিংবদন্তি প্লেয়ার? দিলেন ইঙ্গিত

বাংলা হান্ট ডেস্ক: সদ্য সমাপ্ত হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলের (Team India) বেশিরভাগ খেলোয়াড়ের পারফরম্যান্স ছিল বেশ শোচনীয়। তাদের মধ্যে রয়েছে তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার নামও। ব্যাটিং-এর পাশাপাশি বোলিংয়েও ফ্লপ হয়েছেন জাদেজা। এমতাবস্থায়, জাদেজাকে দল থেকে বাদ দেওয়া হতে পারে বলেও সংবাদমাধ্যমে খবর আসছে। এদিকে, এই জল্পনার মধ্যেই, জাদেজা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। যেটি তুমুল ভাইরাল হওয়ার পাশাপাশি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অবসর নেবেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা প্লেয়ার জাদেজা?

জানিয়ে রাখি যে, জাদেজা বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজে টিম ইন্ডিয়ায় (Team India) ৩ টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। যেখানে তিনি মাত্র ৪ টি উইকেট নিতে সফল হন। এদিকে, ব্রিসবেনে ব্যাট হাতে ৭৭ রানের ভালো ইনিংস খেললেও চতুর্থ ও পঞ্চম টেস্টে ব্যাট করেননি তিনি।

রহস্যময় পোস্ট শেয়ার করেছেন জাদেজা: জানিয়ে রাখি যে, রবীন্দ্র জাদেজা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৬ টি উইকেট নিতে সফল হন। কিন্তু বর্ডার-গাভাস্কার ট্রফিতে তিনি সেই পারফরম্যান্সের ধারা বজায় রাখতে পারেননি। আর এই কারণে তাঁকে প্রবল সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে। আসলে জাদেজা একজন অভিজ্ঞ অলরাউন্ডার। এমতাবস্থায়, টিম ম্যানেজমেন্ট (Team India) থেকে শুরু করে অনুরাগীরা তাঁর কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করেছিল।

আরও পড়ুন: ১১ নম্বরে থাকা ইস্টবেঙ্গলকে ভয় পাচ্ছে মোহনবাগান? ডার্বির আগে জবাব দিলেন মোহনবাগান কোচ

এদিকে, গত শুক্রবার জাদেজা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সাদা জার্সির পিছনের দিকের ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর নাম এবং জার্সি নম্বর লেখা রয়েছে। তার এই স্টোরিটিই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হতে শুরু করেছে। শুধু তাই নয়, ক্রিকেট অনুরাগীরা অনুমান করছেন যে তিনি হয়তো এবার টেস্ট ক্রিকেট (Team India) থেকে অবসরের ঘোষণা করতে পারেন। ইতিমধ্যেই, নেটিজেনদের তরফেও এই বিষয়ে প্রতিক্রিয়া জানানো হচ্ছে।

আরও পড়ুন: কবে ফিরবে স্বামীর ফর্ম? কোহলিকে সঙ্গে নিয়েই বিশেষজনের কাছে আর্তি জানালেন অনুষ্কা

জানিয়ে রাখি যে, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে (Team India) জায়গা পাওয়া জাদেজার পক্ষে কঠিন। অর্থাৎ, নির্বাচকদের রাডারে নেই তিনি। যদিও, টেস্ট ফরম্যাটে ভারতীয় দলের সাথে যুক্ত থাকতে পারেন তিনি। তাঁর অভিজ্ঞতার কারণে তিনি আগামী জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও অংশগ্রহণ করতে পারেন। কিন্তু, তার আগে জাদেজার এমন স্টোরি জল্পনার উদ্রেক ঘটিয়েছে। এদিকে, জাদেজা ইতিমধ্যেই আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ২০২৪ সালের T20 বিশ্বকাপের পর এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর