টিম ইন্ডিয়াতে আর সুযোগ পাবেন না এই কিংবদন্তি খেলোয়াড়? রঞ্জি ট্রফিতেও মিলল না চান্স

বাংলা হান্ট ডেস্ক: উত্তরপ্রদেশ রঞ্জি ট্রফির জন্য তার দল ঘোষণা করেছে। সেখানে অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ২২ সদস্যের দলে জায়গা পাননি। এদিকে, রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের স্কোয়াড থেকে উপেক্ষিত ভুবনেশ্বর কুমারের টিম ইন্ডিয়ায় (India National Cricket Team) ফেরার আশা বড় ধাক্কা খেয়েছে।

টিম ইন্ডিয়ায় (India National Cricket Team) আর সুযোগ পাবেন না ভুবনেশ্বর কুমার?

আগামী ১১ অক্টোবর বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে অভিযান শুরু করবে উত্তরপ্রদেশ। সম্প্রতি, প্রায় ৬ বছর পর ভুবনেশ্বর কুমার প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন। কিন্তু এখন তিনি রঞ্জি ট্রফির দলে জায়গা পাননি। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, ভারতের (India National Cricket Team) এই তারকা ফাস্ট বোলারের কেরিয়ার কি শেষ?

Will this player will not get a chance in India National Cricket Team.

জানিয়ে রাখি যে, ভুবনেশ্বর কুমার দীর্ঘদিন ধরে ভারতীয় দলের (India National Cricket Team) হয়ে টেস্ট ফরম্যাটে খেলেননি। এখন তিনি রঞ্জি ট্রফিতে ঘরের দল থেকে বাদ পড়েছেন। এর আগে যশ দয়ালকে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপরে, জল্পনা শুরু হয়েছিল যে ভুবনেশ্বর কুমারের পক্ষে টিম ইন্ডিয়াতে ফেরা প্রায় অসম্ভব।

আরও পড়ুন: ৩,৬৫,০৫,০৯,১২,৫০০….. একদিনেই বিপুল লক্ষ্মীলাভ আদানির! ধনকুবেরদের তালিকায় কোথায় দাঁড়িয়ে আম্বানি?

ভুবনেশ্বর কুমারের নামে ৭২ টি প্রথম শ্রেণির ম্যাচে ২৩১ টি উইকেট রয়েছে। এছাড়াও, তিনি প্রথম শ্রেণির ম্যাচে ১৩ বার ৫ টি উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন। এর পাশাপাশি, ব্যাটার হিসেবে তিনি করেছেন ২,৪৭৫ রান। যেখানে ১ টি সেঞ্চুরি ছাড়াও তিনি ৫০ রানের গণ্ডি পেরিয়েছেন ১৪ বার।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে হাইব্রিড মডেল! এই দেশে ম্যাচ খেলতে পারে টিম ইন্ডিয়া, কোথায় হবে ফাইনাল?

প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রায় ৬ বছর আগে ভারতের (India National Cricket Team) হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ভুবনেশ্বর কুমার। এরপর থেকে টেস্ট দলে জায়গা করে নিতে পারেননি তিনি। যদিও এর আগে, তিনি ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত টানা ৫ বছর ভারতীয় দলের হয়ে খেলেছেন। এদিকে, ভুবনেশ্বর কুমার ২০২২ সালে ভারতের হয়ে শেষ খেলেছিলেন। এমতবস্থায়, স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে ভুবনেশ্বর কুমারের ভারতীয় দলে ফেরা সহজ নয়। তবে IPL সহ অন্যান্য সীমিত ওভারের টুর্নামেন্টে তাঁকে দেখা যেতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর