TRP টানতে আগাগোড়া বদল গল্পে, নায়িকার “ট্র্যাজিক” পরিণতি দিয়েই ফুরোচ্ছে জি এর সিরিয়াল!

বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের চমক দিতে কোনো কসুরই বাকি রাখে না নির্মাতারা। টিআরপি তুলতে নিত্য নতুন টুইস্ট আনতে হয় ধারাবাহিকে (Serial)। গল্পের মোড় আনতে নানান চমক নিয়ে আসেন নির্মাতারা। তবে টিআরপি উঠবে কিনা তা নির্ভর করে দর্শকদের পছন্দ অপছন্দের উপরেই।

বদলে গিয়েছে সিরিয়ালের (Serial) স্লট

টিআরপির ওঠানামা লেগেই থাকে সিরিয়ালে (Serial)। টিআরপি তালিকায় বদল হয় বারে বারে। দর্শকদের পছন্দ যেহেতু মাঝে মাঝেই বদলাতে থাকে, তাই তার সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হয় টিআরপিও। তবে টিআরপি কমলে সবসময় যে সিরিয়াল (Serial) বন্ধ হয় এমন নয়, অনেক সময় ধারাবাহিকের স্লটও বদল হয়।

Will this zee bangla serial end with tragedy

কোন সময়ে এল মেগা: সম্প্রতি জি বাংলার একটি সিরিয়ালেও (Serial) ঘটেছে এমন ঘটনা। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, বন্ধ হতে চলেছে ধারাবাহিক। তবে দর্শকদের চমকে দিয়ে বদল হয়েছে স্লট। একই সঙ্গে নতুন ট্র্যাকও শুরু হয়েছে গল্পে। চ্যানেলের তরফেই জানিয়ে দেওয়া হয়েছে ‘মিঠিঝোরা’র (Serial) নতুন টাইম স্লট। তবে খুব বেশি রদবদল হয়নি। সাড়ে নটার থেকে সরিয়ে রাত দশটা পনেরোয় পাঠানো হয়েছে মিঠিঝোরাকে (Serial)।

আরো পড়ুন : ভারতকে ভুলে পাকিস্তানের প্রতি ঝোঁক! ইউনূসের সৌজন্যে সব সীমা পার করল অকৃতজ্ঞ বাংলাদেশ

কী ঘটতে চলেছে সিরিয়ালে: চ্যানেলের তরফে শেয়ার করা পোস্টে দেখা গিয়েছে, বিয়ের পর হানিমুনে জঙ্গলে বেড়াতে গিয়েছে রাই এবং অনির্বাণ। সেখানে গিয়েই হাতির মুখে পড়ে অনির্বাণ। জি বাংলার (Serial) তরফে শেয়ার করা ছবিতে দেখা যায়, ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছে অনির্বাণ। তবে কি শেষে স্বামীহারা হতে হবে রাইকে? কোন দিকে মোড় নেবে তার ভাগ্য?

আরো পড়ুন : পরপর ধাক্কা, মাত্র ৫ মাসেই এমন পরিণতি! জি এর মেগার সঙ্গে “অবিচার” মানতে পারছেন না দর্শকরা

মিঠিঝোরার নতুন প্রোমোতে দেখা যায়, একা জঙ্গলে গিয়ে বিপদে পড়ে অনির্বাণ। এদিকে তাকে খুঁজে খুঁজে হয়রান রাই। শেষমেষ কি তবে অনির্বাণের মৃত্যু দিয়েই শেষ হবে মিঠিঝোরা? প্রোমো দেখে এমনি প্রশ্ন তুলেছেন দর্শকরা। এমনিতেই এই সিরিয়াল প্রায় শেষের মুখে পৌঁছেছে বলে মনে করছেন অনেকে। আগামীতে কী ঘটে রাইয়ের জীবনে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে দর্শক।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর