বৈভব সূর্যবংশীর কেরিয়ারও কী ডুবে যাবে? দ্রাবিড়ের সময়ে এই ৩ তরুণ তারকার সাথেও হয়েছিল এমনটাই

Published On:

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL-এর মরশুমে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বর্তমানে তিনি তাঁর ব্যাট দিয়ে তাণ্ডব চালাচ্ছেন। শুধু তাই নয়, IPL-এ সবচেয়ে কম বয়সী ব্যাটার হিসেবে ইতিমধ্যেই সেঞ্চুরি করেছেন বৈভব। যা সবাইকে অবাক করে দিয়েছে। এমতাবস্থায়, তাঁকে ভবিষ্যতের ক্রিস গেইল এবং ব্রায়ান লারা হিসেবেও বর্ণনা করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে, এমন একটি সত্য সামনে এসেছে, যা জানার পর ক্রিকেট অনুরাগীরা বৈভবের কেরিয়ার ডুবে যাবে কিনা তা নিয়ে আশঙ্কায় রয়েছেন।

বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) কেরিয়ারও কী ডুবে যাবে?

আসলে, দ্রাবিড় থাকাকালীন এর আগেও ৩ জন তরুণ খেলোয়াড়ের সাথে এমনটা ঘটেছে। দ্রাবিড় যখন কোচ বা অধিনায়ক ছিলেন, তখন ওই খেলোয়াড়রা খুব অল্প বয়সেই তারকা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তাঁদের অনেক প্রশংসাও হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তাঁরা বিশেষ কিছু করতে পারেননি। সেই কারণেই দ্রাবিড় নিজেই বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাপারে সতর্ক থাকার আবেদন করেছেন। এমতাবস্থায়, চলুন জেনে নিই এর আগে আর কোন কোন খেলোয়াড়ের ক্ষেত্রে এমনটা ঘটেছে…..

Will Vaibhav Suryavanshi career also be affected.

মণীশ পান্ডে ১৯ বছর বয়সে সেঞ্চুরি করেছিলেন: জানিয়ে রাখি যে, মনীশ পান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিরাট কোহলির সাথে খেলেছেন। তিনি কোহলির সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে IPL-এ অভিষেক করেছিলেন। এরপর, ২০০৯ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে খেলার সময়ে মাত্র ১৯ বছর বয়সে RCB-র হয়ে সেঞ্চুরি করে তিনি ইতিহাস তৈরি করেন। IPL-এ সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বিবেচিত হন তিনি। মনীশ পান্ডের বিস্ফোরক ব্যাটিং এবং প্রতিভা দেখে তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবেও বিবেচিত করা হত।

কিন্তু এরপর তিনি এই টুর্নামেন্টে আর কোনও সেঞ্চুরি করতে পারেননি। IPL-এ তাঁর পারফম্যান্স সাধারণ হয়ে পড়ে এই লিগের ১৭২ টি ম্যাচে তিনি ৩,৮৬৯ রান করেছেন। যেখানে এভারেজ হল ২৯ এবং স্ট্রাইক রেট ১২১। মনীশ পান্ডে টিম ইন্ডিয়ার হয়েও অভিষেক করেছিলেন। কিন্তু, সেখানেও তিনি বিশেষ কিছু করতে পারেননি। তিনি ভারতের হয়ে মাত্র ২৯ টি ODI খেলেছেন। যেখানে ৩৩.২৯ এভারেজে ৫৬৬ ​​রান করেন মণীশ। এর পাশাপাশি তিনি ৩৯ T20 ম্যাচে ৪৪ এভারেজে এবং ১২৬ স্ট্রাইক রেটে ৭০৯ রান করেছেন। তবে, টেস্টে অভিষেক হয়নি তাঁর।

আরও পড়ুন: পড়শি দেশকে ভাতে মারার পরিকল্পনা! পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত

শ্রীবৎস গোস্বামী অভিষেক করতে পারেননি: ২০০৮ সালে দ্রাবিড়ের অধিনায়কত্বে RCB-র হয়ে অভিষেক ঘটে উইকেটরক্ষক-ব্যাটার শ্রীবৎস গোস্বামীর। মাত্র ১৯ বছর বয়সে, তিনি IPL-এর প্রথম ইমার্জিং প্লেয়ার হয়েছিলেন। কিন্তু তিনি কখনও টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করতে পারেননি।

আরও পড়ুন: ভারতীয় রেল দিচ্ছে ৫ লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ! শুধু করতে হবে এই কাজটি

পৃথ্বী শ “আনসোল্ড”: এবারে আমরা জানাবো পৃথ্বী শ-র বিষয়ে। পৃথ্বীর নেতৃত্বে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জিতেছিল। সেই সময় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। এই টুর্নামেন্ট জেতার পর, শ-কে পরবর্তী সচিন তেন্ডুলকার হিসেবে বিবেচিত করা হত। তিনি IPL থেকে কোটি কোটি টাকা আয় করেছেন এবং প্রায় ৭ টি মরশুম ধরে দিল্লি দলের সাথে যুক্ত ছিলেন। কিন্তু ওই সময়ের মধ্যে, তিনি তেমন নজর কাড়তে পারেননি। যার ফলস্বরূপ ২০২৫ সালের IPL-এর মেগা নিলামে তিনি “আনসোল্ড” থেকে যান। অন্যদিকে, পৃথ্বী টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি মাত্র ৫ টি টেস্ট, ৬ টি ODI এবং ১ টি T20 ম্যাচ খেলেছেন। তিনি প্রায় ৪ বছর ধরে টিম ইন্ডিয়ার বাইরেও আছেন।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X