দুর্ধর্ষ চমক KKR-এর! এবার ভেঙ্কটেশ হবেন অধিনায়ক? নিলামের মধ্যেই চলে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে IPL-এর মেগা নিলাম। গত রবিবার সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে নিলামের পর্ব। এদিকে, নিলামের প্রথম দিনেই একাধিক চমক সামনে এসেছে। তবে, যে বিষয়টি সবথেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তা হল KKR-এর ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ২৩.৭৫ কোটি টাকায় কিনে নেওয়া। ভেঙ্কটেশের জন্য KKR যে এতটা খরচ করবে তা ভাবতে পারেননি কেউই।

ভেঙ্কটেশ (Venkatesh Iyer) হবেন অধিনায়ক?

শুধু তাই নয়, ভেঙ্কটেশকে (Venkatesh Iyer) কিনতে গিয়ে বিপুল অর্থব্যয় করে ফেলা KKR এবার চাইলেও আর তেমন কোনও বড় প্লেয়ার কিনতে পারবে না। এমতাবস্থায়, সামগ্রিকভাবে দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এমনিতেই রিটেনশনের পর্বে KKR পূর্বের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছিল। তবে, কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের মনোভাব থেকে অনুমান করা হচ্ছে যে ভেঙ্কটেশকে ফের দলে নিয়ে এসে তারা হয়তো “অধিনায়ক কে হবেন” এই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন।

সোজা কথায় বলতে গেলে ভেঙ্কটেশ আইয়ারই (Venkatesh Iyer) হয়তো আগামী মরশুমে KKR-এর অধিনায়ক হতে পারেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে ভেঙ্কটেশের গলাতেও। নিলামের পরে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এই প্রসঙ্গে নিলামের পর দৃপ্ত কণ্ঠে ভেঙ্কটেশ জানিয়েছেন, “আমি সবসময় এটা বিশ্বাস করে এসেছি যে অধিনায়কত্ব হল আসলে একটা ট্যাগ। তবে, যিনি নেতৃত্ব দেন তিনি অবশ্যই দলের মধ্যে জয়ের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে ফেলেন।”

আরও পড়ুন: মাত্র ১ দিনেই হল সর্বনাশ! লাফিয়ে কমল আদানির সম্পত্তির পরিমাণ, পিছিয়ে পড়লেন ধনকুবেরদের তালিকায়

তিনি আরও জানান, “আমাকে যদি এবারে এই দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে আমি খুবই খুশি হব। আমাদের প্রধান লক্ষ্য থাকবে সবাই মিলে ফের দলকে চ্যাম্পিয়ন করা।” তবে, এখনও নিলামের দ্বিতীয় দিন বাকি। পাশাপাশি, ভেঙ্কটেশকে (Venkatesh Iyer) অধিনায়ক করার বিষয় এখনও কিছু চূড়ান্ত না হলেও নেতৃত্বের “চাপ” নিতে তিনি যে প্রস্তুত তা স্পষ্ট করে দিয়েছেন আইয়ার।

আরও পড়ুন: ১০০ টাকার কম এই স্টক বাজারে তুলল ঝড়! মালামাল বিনিয়োগকারীরা, আপনার কাছেও কি রয়েছে?

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কয়েক মরশুম ধরে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) নাইটদের মূল গ্রুপের অংশ ছিলেন। শুধু তাই নয়, দলের হয়ে ধারাবাহিকভাবে পারফর্মও করেছেন তিনি। এর পাশাপাশি, নীতীশ রানার অনুপস্থিতিতে একটি ম্যাচে অধিনায়কের ভূমিকাতেও অবতীর্ণ হয়েছেন তিনি। ২০২৪ সালের IPL-এ তিনি ছিলেন সহ-অধিনায়ক। এমতাবস্থায়, ২৩.৭৫ কোটি টাকা ব্যয়ে তাঁকে ফের দলে নিয়ে আসার পর KKR-এর CEO ভেঙ্কি মাইসোর জানিয়েছেন যে, গতবারের মূল দলটাই তাঁরা ধরে রাখতে চেয়েছিলেন। এদিকে, দ্বিতীয় দিনের নিলামে KKR কোন কোন প্লেয়ারদের দলের সাথে যুক্ত করে সেটাই এখন দেখার বিষয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর