ফের বাজবে ‘আমি যে তোমার’! ভুলভুলাইয়ার সিক‍্যুয়েলে ‘মঞ্জুলিকা’ হয়ে ফিরছেন বিদ‍্যা বালান?

বাংলাহান্ট ডেস্ক: মঞ্জুলিকাকে কেই বা ভুলতে পেরেছেন? অক্ষয় কুমার অভিনীত হরর কমেডি ছবি ‘ভুলভুলাইয়া’তে (bhulbhulaiya 2) বিদ‍্যা বালানের (vidya balan) চরিত্রটি রীতিমতো ভয় ধরিয়েছিল দর্শকদের মনে। দক্ষ অভিনেত্রীর পরিচয় দিয়ে জীবন্ত করে তূলেছিলেন মঞ্জুলিকা (monjulika) চরিত্রটিকে। এবার আসছে ছবির সিক‍্যুয়েল ‘ভুলভুলাইয়া ২’। ফের বিদ‍্যাকেই কি দেখা যাবে মঞ্জুলিকা হিসাবে?

সম্প্রতি এক সংবাদ মাধ‍্যম সূত্রে এমনি জল্পনা উসকে দেওয়া হয়। আসলে ভুল ভুলাইয়ার পরিচালক আনিস বাজমির সঙ্গে বিদ‍্যার পরিচয় বহু পুরনো। সেই ২০১১ সালে পরিচালকের ‘থ‍্যাঙ্ক ইউ’ ছবিতে ক‍্যামিও চরিত্রে দেখা গিয়েছিল বিদ‍্যাকে। যদিও রিপোর্টে বলা হয়েছে, আদৌ কি অভিনেত্রীকে ফের দেখা যাবে মঞ্জুলিকা চরিত্রে?

bhool
এরপরেই মুখ খোলেন ভুলভুলাইয়া ২ এর নির্মাতারা। একটি বিবৃতিতে জানানো হয়, সিক‍্যুয়েল ছবিতে বিদ‍্যার থাকা নিয়ে যে গুজব ছড়িয়েছে তা একেবারেই অবাস্তব। সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভুলভুলাইয়া ২ ছবিতে মঞ্জুলিকা চরিত্রে থাকছেন না বিদ‍্যা বালান।

উল্লেখ‍্য, ভুলভুলাইয়া ২ ছবিতে মুখ‍্য চরিত্রে দেখা যাবে না অক্ষয় কুমারকেও। তাঁর বদলে সিক‍্যুয়েল ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। পাশাপাশি থাকছেন কিয়ারা আডবাণী ও তব্বু। তবে প্রথম ছবির কিছুই যে সিক‍্যুয়েলে থাকছেন না এমনটা কিন্তু নয়। অক্ষয় কুমারের আইকনিক কালো কুর্তা, মাথায় নামাবলীর ব‍্যান্ডানা ও গলায় রুদ্রাক্ষের মালার লুকে দেখা গিয়েছে কার্তিককেও।

প্রসঙ্গত, শেষ বার ‘শেরনি’ ছবিতে দেখা গিয়েছিল বিদ‍্যাকে। OTT প্ল‍্যাটফর্মে মুক্তি পেয়েছিল ছবিটি। অপরদিকে আগামীতে ‘শেহজাদা’ ছবিতে অভিনয় করতে চলেছেন কার্তিক। বেশ কিছুদিন দিল্লিতে ‘শেহজাদা’ ছবির শুটিং করেছেন কার্তিক। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কৃতি।

গত বছর অক্টোবরে মুম্বইতে ছবির প্রথম অংশের শুটিং সম্পূর্ণ করেছেন তাঁরা। কিছুদিন আগেই দিল্লির হাড়কাঁপানো ঠাণ্ডার ছবি শেয়ার করেছিলেন কার্তিক। গুরুদ্বারা বাংলা সাহিবেও গিয়েছিলেন তিনি। চলতি বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে শেহজাদা ছবির।

Niranjana Nag

সম্পর্কিত খবর