বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) বর্তমানে IPL নিয়ে বেশ ব্যস্ত রয়েছে। IPL ২০২৫-এ, RCB দল এখনওপর্যন্ত খেলা দু’টি ম্যাচই জিতেছে। বর্তমানে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে RCB। এদিকে, IPL-এর উত্তেজনার আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বিরাট কোহলির একটি ভিডিও। ১৫ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওটিতে, বিরাট তাঁর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়েছেন। আর সেই কারণেই ভিডিওটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কী জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli):
আসলে, বিরাট কোহলিকে (Virat Kohli) জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এই সময়ে তাঁর পরবর্তী বড় পদক্ষেপ সম্পর্কে কিছু কী বলতে পারেন? যার পরিপ্রেক্ষিতে বিরাট বলেন, “পরবর্তী বড় পদক্ষেপ? আমি জানি না, তবে হয়তো ২০২৭ সালের বিশ্বকাপ জেতার চেষ্টা করা হবে।”
২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে হেরে যায় ভারত: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পরবর্তী ODI বিশ্বকাপ ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় সম্পন্ন হবে। এদিকে, ২০২৩ সালের ODI বিশ্বকাপ ভারতে আয়োজিত হয়েছিল। গতবারের বিশ্বকাপে ভারতীয় দল সমগ্র টুর্নামেন্ট জুড়ে অপ্রতিরোধ্য থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারের সম্মুখীন হয়।
Question: Seeing In The Present, Any Hints About The Next Big Step?
Virat Kohli Said: The Next Big Step? I Don’t Know. Maybe Try To Win The Next World Cup 2027. pic.twitter.com/aq6V9Xb7uU
— virat_kohli_18_club (@KohliSensation) April 1, 2025
এদিকে, ওই পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিরাট কোহলিকে (Virat Kohli) টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছিল। কোহলি ১১ টি ম্যাচে ৯৫.৬২ এভাররেজে ৭৬৫ রান করেছিলেন। যেখানে তিনি ৩ টি সেঞ্চুরি এবং ৬ টি হাফ-সেঞ্চুরি করেন।
আরও পড়ুন: ভারতের অস্ত্র জিতল ইউরোপের মন! আর্মেনিয়া-ফ্রান্সের পর এবার এই দেশ চাইছে “ব্রহ্মাস্ত্র”
ভারত জিতেছে ২ টি ICC ট্রফি: প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত ইতিমধ্যেই ২০২৪ সালের T20 বিশ্বকাপ এবং ২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় হাসিল করেছে। এদিকে, ২০২৩ সালের ODI বিশ্বকাপের পর ক্রিকেট অনুরাগীদের মনে এই প্রশ্ন ছিল যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Virat Kohli) সিনিয়র জুটি পরের ODI বিশ্বকাপ পর্যন্ত আদৌ খেলবেন কিনা! তবে, সাম্প্রতিক ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় এই দু’জনের ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত তাঁদের কেরিয়ার চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পথ প্রায় পরিষ্কার করেছে।
আরও পড়ুন: ফের পরাজয়! মুম্বাইয়ের বিরুদ্ধে হেরে গিয়ে IPL-এর নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন KKR-এর এই খেলোয়াড়
কোহলি (Virat Kohli) চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন এবং পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসও খেলেছিলেন। এদিকে, পরের ODI বিশ্বকাপের এখনও দুই বছর বাকি। সেই সময়েও রোহিত এবং কোহলি দু’জনেই তাদের ভালো ফর্ম বজায় রাখতে চাইবেন।