ট্রাম্প প্রেসিডেন্ট হতেই ঘুরে যাবে কোহলির ভাগ্য? হবে “বিরাট” কামব্যাক! বেজায় খুশি ক্রিকেট অনুরাগীরা

বাংলা হান্ট ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন এবং সেখানকার ৪৭ তম রাষ্ট্রপতি হিসেবে বিবেচিত হচ্ছেন। কমলা হ্যারিসকে পরাজিত করে তিনি দ্বিতীয়বারের মতো এই পদ দখল করেন। এমতাবস্থায়, সারা বিশ্ব থেকে শুভেচ্ছার বার্তা পাচ্ছেন ট্রাম্প। এদিকে, ট্রাম্প ফের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) ভক্তরাও অত্যন্ত খুশি হয়েছেন। শুধু তাই নয়, এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও উঠছে ঝড়। তাঁরা ট্রাম্পের জয় এবং কোহলির ফর্মের মধ্যে একটি আশ্চর্যজনক সংযোগ তৈরি করেছেন। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।

ট্রাম্প প্রেসিডেন্ট হতেই ঘুরে যাবে কোহলির (Virat Kohli) ভাগ্য?

বিরাট-ট্রাম্প কানেকশন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিরাটের (Virat Kohli) ভক্তরা জানিয়েছেন যে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে কোহলি তাঁর কেরিয়ারের সবথেকে শীর্ষে ছিলেন। এদিকে, ট্রাম্পের বিদায়ের পরেই, কোহলির কেরিয়ারে পতন শুরু হয়। এমন পরিস্থিতিতে, অনুরাগীরা আশা করছেন, যেহেতু এখন ট্রাম্প আবার আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন, ফলে বিরাট কোহলিরও দুর্ধর্ষ কামব্যাক এবার দেখা যাবে। আর এই বিষয়েই একাধিক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় পরিসংখ্যান সহ পোস্ট শেয়ার করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের পোস্ট: এই প্রসঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন, “ট্রাম্প ২০১৬ সালে জিতেছেন। তখন কোহলির (Virat Kohli) পিক ইয়ার। কোহলির প্রথম সফর ছিল অস্ট্রেলিয়া সফর, যে বছর ট্রাম্প যেতেন। কোহলি ২০১৫ সালে একটি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এদিকে, ২০২৪ সালে ট্রাম্প জিতলেন। ট্রাম্পের জয়ের পর কোহলির প্রথম সফর- অস্ট্রেলিয়া সফর। কোহলি ২০২৪ সালে একটি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা কি এবার ফের দুর্দান্ত ফর্ম দেখতে পাব?” আরও কিছু ব্যবহারকারী একইরকম পোস্ট করেছেন।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় কিভাবে লাভবান হবে ভারত? কতটাই বা হবে ক্ষতি? জানুন বিস্তারিত

ট্রাম্পের প্রথম মেয়াদে বিরাটের পারফরম্যান্স: ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত। তখন তিনি আমেরিকার ৪৫ তম রাষ্ট্রপতি ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দুর্দান্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ক্রিকেটের ৩ টি ফরম্যাটেই মোট ১৬৯ টি ইনিংসে কোহলি ৬৫-র বেশি গড়ে ৯,১২০ আন্তর্জাতিক রান করেছেন। সেই সময়ে বিরাটের ব্যাট থেকে আসে ২৯ টি সেঞ্চুরি। এদিকে, ২০২০ সালে ট্রাম্প জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর থেকে কোহলির ফর্মে পতন শুরু হয়। এই সময়ে তিনি মাত্র ৯ টি সেঞ্চুরি করেন।

আরও পড়ুন: ফের কুস্তিতে ফিরছেন ভিনেশ ফোগাট? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা, কি জানালেন তিনি?

দুর্ধর্ষ কামব্যাকের আশায় সবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ৩ ম্যাচের হোম টেস্ট সিরিজে অত্যন্ত খারাপ পারফর্ম করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। সামগ্রিকভাবে দলের লজ্জাজনক পারফরম্যান্সের কারণে ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো হোম টেস্ট সিরিজে ভারতকে হারের মুখে পড়তে হয়। এই সিরিজে বিরাট মাত্র ৯৩ রান করেন। তবে, আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে তিনি ভালোভাবে কামব্যাক করতে পারেন বলেই আশায় রয়েছেন তাঁর অনুরাগীরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর